গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা বিজিবির জীবননগর হাসাদহে অভিযান শাড়ি ভর্তি কাভার্ডভ্যান আটক : চালক ও হেলপারের পলায়ন
- আপলোড টাইম : ১০:০৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০১৬
- / ৩৮৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা বিজিবি ভারতীয় শাড়িভর্তি একটি কাভার্ডভ্যান আটক করেছে। আটক করা শাড়ির মূল্য এক কোটি ছয় লাখ ৭৫ হাজার টাকা। ঈদ ও পুজা উপলক্ষে ভারতীয় এই বিপুল পরিমান শাড়ি অবৈধ পথে সীমান্ত অতিক্রম করে চুয়াডাঙ্গার ওপর দিয়ে ঢাকার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আমির মজিদ জানান, গোপন সূত্রে খবর পেয়ে একদল বিজিবি সদস্য চুয়াডাঙ্গা জেলার হাসাদহ বাজারের কাছে রাস্তার ওপর ওৎ পেতে ছিল। বুধবার সকাল সাতটার দিকে ঢাকা অভিমুখে যাচ্ছিল কাভার্ডভ্যানটি। বিজিবি সদস্যরা কাভাডভ্যানটি চ্যালেঞ্জ করলে ভ্যানে থাকা চালক ও হেলপার গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। বিজিবি সদস্যরা কাভার্ডভ্যানটি জীবননগর বিওপিতে এনে তল্লাশি করেন। ভ্যান থেকে ৫০টি বস্তায় দুই হাজার ১২৫টি শাড়ি পাওয়া যায়। যার মূল্য এক কোটি ছয় লাখ ৭৫ হাজার টাকা। কাভার্ডভ্যানসহ আটক মালামালের মূল্য এক কোটি ৬৬ লাখ ৭৫ হাজার টাকা।