দামুড়হুদার প্রতিবন্ধী সালেহার আকুতি ‘আমি আর চলতি পারি নে’ হুইল চেয়ার প্রদান করলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক
- আপলোড টাইম : ০৫:০৬:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০১৭
- / ৪৪০ বার পড়া হয়েছে
দামুড়হুদার প্রতিবন্ধী সালেহার আকুতি ‘আমি আর চলতি পারি নে’
হুইল চেয়ার প্রদান করলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক
নিজস্ব প্রতিবেদক: ‘আমি আর চলতি পারি নে স্যার, অনেক বয়স হয়েচে-বয়সের ভারে নুইয়ে পড়িচি। একটা হুইল চিয়ার দিলি ভাল হত।’ গত সোমবার সন্ধ্যায় অফিসের কাজ শেষে বাসভবনে ফিরছিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। এ সময় তাঁর কাছে এসে আকুতি জানায় দামুড়হুদা দশমী পাড়ার মৃত শেখ আব্দুল জব্বারের কন্যা ষাটোর্ধ্ব প্রতিবন্ধী বৃদ্ধা সালেহা খাতুন। বৃদ্ধার আকুতি শুনে জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তাকে একটি হুইল চেয়ারের ব্যবস্থা করার নির্দেশ দেন তিনি। জেলা প্রশাসকের নির্দেশক্রমে গতকাল মঙ্গলবার প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র একটি হুইল চেয়ার প্রদান করে। জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত বৃদ্ধা সালেহাকে হুইল চেয়ারটি তুলে দেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা খাইরুল ইসলাম।