আলমডাঙ্গা প্রেসক্লাবের ত্রি-বার্ষিক কমিটির অভিষেক অনুষ্ঠানে শপথ পাঠ করান জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ
- আপলোড টাইম : ০৪:৫৮:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০১৭
- / ৪৩০ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা প্রেসক্লাবের ত্রি-বার্ষিক কমিটির অভিষেক অনুষ্ঠানে
শপথ পাঠ করান জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা প্রেসক্লাবের নবনির্বাচিত ত্রি-বার্ষিক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ নবনির্বাচিতদের শপথবাক্য পাঠ করান। প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মন্টুর সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান, আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু, উপজেলা ভাইস চেয়ারম্যান খালেদুর রহমান অরুন, আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সহসভাপতি রফিকুল ইসলাম, দৈনিক প্রথম আলো প্রতিনিধি শাহ আলম সনি, স্থানীয় একটি পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শওকত মাহমুদ, উপজেলা কৃষি অফিসার একেএম হাসিবুল হাসান, উপজেলা সমাজসেবা অফিসার আবু তালেব, নির্বাচন কর্মকর্তা আবু আনছার, বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ শেখ নূর মোহাম্মদ জকু, বণিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ঘেটু। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খ. হামিদুল ইসলামের উপস্থাপনায় বক্তব্য রাখেন, সহসভাপতি জামসিদুল হক মুনি, আতিয়ার রহমান মুকুল, প্রশান্ত বিশ^াস, ফিরোজ ইফতেখার, জামিরুল ইসলাম, শরিফুল ইসলাম, আবুল কাশেম টুকু, আতিকুর রহমান ফরায়েজী, মৌলবী আবুল কাশেম, শেক শফি উজ্জামান, আনোয়ার হোসেন, মোশারফ হোসেন, আঃ রাজ্জাক, ইউনুস আলী মন্ডল, রুনু খন্দকার, কাউরুল মামুন, প্রশান্ত অধিকারী, গোলাম রহমান চৌধুরী, সৈয়দ সাজেদুল হক মুনি, বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক, শওকত আলী জোয়ার্দ্দার, আব্দুল জব্বার, এছাড়াও ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন মিলন মিয়া, আল উদ্দিন মিয়া, খন্দকার আব্দুল্লাহ আল মামুন, আলহাজ¦ আব্দুল খালেক, আলহাজ¦ এনামুল হক প্রমুখ। অনুষ্ঠানের প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে। নতুন কমিটি এলাকার উন্নয়নে যথাযথ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।