চুয়াডাঙ্গা মেহেরপুর ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত : উপাস্থপনা শৈলি ও মানের দিক দিয়ে অনন্য এনটিভি- বক্তারা
- আপলোড টাইম : ০৪:৩৬:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০১৭
- / ৪১৩ বার পড়া হয়েছে
সমীকরণ ডেস্ক: চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, আনন্দ শোভাযাত্রা, কেক কাটা ও মিষ্টিমুখ করানো হয়। গতকাল সোমবার সকাল সাড়ে নয়টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এরপর বর্ষীয়ান সাংবাদিক মাহতাব উদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন এনটিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি রফিকুল ইসলাম। জ্যেষ্ঠ সাংবাদিক শাহ আলম সনির সঞ্চালনায় অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ প্রধান অতিথি এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল মোমেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান ও জেলা পরিষদ সদস্য শহিদুল ইসলাম শাহান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার সম্পাদক শরীফুজ্জামান শরীফ শুভেচ্ছা বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেন, উপাস্থপনা শৈলি ও মানের দিক দিয়ে এনটিভি অনন্য। ১৫ বছর মানে টিনএজ। বয়সের হিসেবে কৈশোরে পা রাখা এই টিভি চ্যানেলকে মান ধরে রেখেই বহুদূর যেতে হবে।’ তিনি বলেন, আগামী ১১ জুলাই দর্শনা ডাকবাংলো চত্বরে মাদকবিরোধী বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে খুলনা বিভাগীয় কমিশনার ও বিজিবির দক্ষিণাঞ্চল রিজিওন কর্মকর্তা উপস্থিত থাকবেন। এছাড়া, এখন থেকে প্রতিমাসে একদিন সমাজের বিভিন্ন শ্রেনি পেশার মানুষকে নিয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হবে। বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল মোমেন এনটিভির সাফল্য কামনা করে বলেন, গণমাধ্যমকর্মী ও প্রশাসন একসাথে কাজ করলে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হতে বাধ্য। স্বাগত বক্তব্যে এনটিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি রফিকুল ইসলাম বলেন, ২০০৩ সালে যাত্রা শুরুর সময় থেকে এ পর্যন্ত যেসব দর্শক ও শুভানুধ্যায়ী এনটিভিকে ভালবেসেছেন এবং সহযোগিতা করেছেন , তাঁদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা। আগামীতে এই সহযোগিতা প্রত্যাশা করি।
মেহেরপুর প্রতিনিধি জানিয়েছেন, জমকালো আয়োজনে র্যালী, কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ভোজের মধ্যে দিয়ে মেহেরপুরে এনটিভি’র ১৫ তম প্রতিষ্ঠা বাষির্কী পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসক পরিমল সিংহ’র নেতৃত্বে প্রেসক্লাব থেকে একটি শোভাযাত্রা বের হয়ে পৌর কমিউনিটি সেন্টারে শেষ হয়। শোভাযাত্রায় পৌর মেয়র মাহাফুজুর রহমার রিটন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহামুদ, প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন, সাধারণ সম্পাদক রফিকুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, প্রেসক্লাবের উপদেষ্টা তুহিন আরন্য, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, এনটিভি’র জেলা প্রতিনিধি রেজ আন উল বাসারসহ জেলায় কর্মরত সাংবাদিকগন উপস্থিত ছিলেন। পরে পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এনটিভি’র মেহেরপুর প্রতিনিধি রেজ আন উল বাসারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, পৌর মেয়র মাহাফুজুর রহমার রিটন , অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহামুদ, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। অনুষ্ঠান শেষে সেখানে প্রীতিভোজ ও অতিথিদের উপহার প্রদান করা হয়।
ঝিনাইদহ অফিস জানিয়েছে, ঝিনাইদহে দর্শকপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এনটিভির ১৫ বছরে পর্দাপণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। সোমবার সকাল ১১টার দিকে পুলিশ সুপার মিজানুর রহমান ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টুসহ নানা বয়সের নারী-পুরুষ ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে শেষ হয়। বেলা সাড়ে ১১ টার দিকে প্রেসক্লাব অডিটোরিয়ামে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে এনটিভিকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এরপর ১৫ পাউন্ডের কেক কেটে আলোচনা সভা শুরু করা হয়। শুরুতেই এনটিভির স্টাফ রিপোর্টার মিজানুর রহমান উপস্থিত সকলকে এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর পক্ষ থেকে শুভেচ্ছা জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ পৌর মেয়র সাইদুল করিম মিন্টু। এনটিভির দীর্ঘ ১৪ বছরের পথচলা নিয়ে আলোচনা রাখেন জাসদ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মুন্সি এমদাদুল হক, সাধারণ সম্পাদক ফজলুর রহমান খুররম, জেলা মাদক প্রতিরোধ আন্দোলনের সাধারন সম্পাদক অ্যাড. সামছুল আলম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি একরামুল হক লিকু, প্রেসক্লাবের সাধারন সম্পাদক শেখ সেলিম, প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক এম সাইফুল মাবুদ এবং ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক শেখ প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নিজাম জোয়ারদার বাবলু। এর আগে সকাল ৯ টার দিকে স্থানীয় শিশু একাডেমীতে ছেলে মেয়েদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়াও এনটিভির জন্ম দিনে শুভেচ্ছা জানিয়েছেন ঝিনাইদহের জেলা প্রশাসক জাকির হোসেন, জেলা যুব উন্নয়ন অধিপ্তরের উপরিচালক এম শাহিদুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, জেলা আইন জীবী সমিতির সভাপতি এ্যাড, আখতারুজ্জামান খান, পিপি অ্যাড. ইসমাইল হোসেন ও দৈনিক নবচিত্র পত্রিকার প্রকাশক ও প্রধান সম্পাদক আলহাজ্ব শহীদুল ইসলাম প্রমূখ।