কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক হাশেম রেজা : ঈদোত্তর সাংগঠনিক সফর শেষে ঢাকায় ফিরলেন
- আপলোড টাইম : ০৪:৩২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০১৭
- / ৬৬৮ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা-২ নির্বাচনী এলাকার গ্রাম-মহল্লা, হাট-বাজার, জনপদে পবিত্র ঈদের শুভেচ্ছা বিনিময় একাধিক জনসভাসহ জনসংযোগ, অসংখ্য পথসভা, মতবিনিময় সভা, কর্মী সভা, শো-ডাউন, পদযাত্রা শেষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক, দৈনিক আমার সংবাদ সম্পাদক হাশেম রেজা গতকাল সোমবার সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন ঢাকা পৌছেছেন।
উল্লেখ্য, গত ২২ জুন হেলিকপ্টারযোগে তিনি তার নিজ এলাকায় সাংগঠনিক সফরে আসেন। ঐ দিন সকাল ১০ টায় জীবননগরের রায়পুর হাইস্কুল মাঠে, বেলা ১১ টায় দামুড়হুদার কলাবাড়ি রামনগর হাইস্কুল মাঠে এবং বেলা ১২ টায় দর্শনার মেমনগর বিডি হাইস্কুল মাঠে ৩টি জনসভায় তিনি বক্তব্য রাখেন। এরপর থেকে হাশেম রেজা চুয়াডাঙ্গা-২ নির্বাচনী এলাকা অর্থাৎ দামুড়হুদা ও জীবননগর উপজেলা এবং তিতুদহ, বেগমপুর ইউনিয়নের প্রতিটা গ্রাম-জনপদ ঘুরে নিজের নির্বাচনী মাঠ গোছান।
এছাড়া এবারের ঈদে ১২ হাজারের অধিক গরীব-দুস্থ নারী ও পুরুষের মাঝে শাড়ী, লুঙ্গী এবং নগদ টাকা জাকাত প্রদান করেন। হাশেম রেজা নিজ এলাকার জনতার কাছ থেকে বিদায় নিয়ে ঢাকায় যাওয়ার সময় গাড়ীতে উঠতে তার সময় নারী-পুরুষ, আবাল, বৃদ্ধ-বনিতা নির্বিশেষে সকলের আশির্বাদ মাথায় নিয়ে কুড়–লগাছি ত্যাগ করেন। -প্রেস বিজ্ঞপ্ত।