জীবননগরে দরিদ্রদের মাঝে নগদ অর্থসহ টিন বিতরণ
- আপলোড টাইম : ০৪:৩০:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০১৭
- / ৪৩৩ বার পড়া হয়েছে
জীবননগর অফিস: জীবননগর উপজেলার এডিপির অর্থায়নে হতদরিদ্রদের মাঝে নগদ অর্থসহ টিন বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ের সামনে জীবননগর উপজেলা পরিষদের এডিপির বরাদ্দ থেকে উপজেলার অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঘর নির্মাণের জন্য প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপজেলার ২শ ৯২জন হতদরিদ্রদের মাঝে ১বান ঢেউটিন ও নগদ ১হাজার টাকা অর্থ প্রদান করেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো.আ. লতিফ অমল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, জীবননগর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক জাহিদ বাবু, যুবলীগ নেতা খাইরুল বাশার শিপলু, নাজমুল হোসেন উপজেলার চেয়ারম্যানের সিএ পিট্টুসহ উপজেলা প্রকৌশলী ও উপজেলার সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।