ইপেপার । আজ রবিবার, ২৩ মার্চ ২০২৫

এবার কৌতুক নয় সত্যি সত্যিই : ব্রিজ সাইড দিয়ে হাত পা গেল মজিদের

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:২০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০১৭
  • / ৪২৩ বার পড়া হয়েছে

সোহেল সজিব: কৌতুকই সত্যি হলো। ব্রিজ সাইড দিয়ে আলমডাঙ্গার বন্দর ভিটা গ্রামের আব্দুল মজি (৪৫) ব্রিজের নিচে পড়ে দুই হাত ও এক পা ভেঙে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের বিছানায় যন্ত্রনা কাতরাচ্ছেন। ব্রিজ সাইড দেওয়া আলমডাঙ্গার উপজেলার বন্দর ভিটা গ্রামের মৃত শাকের আলী মন্ডলের ছেলে আব্দুল মজিদ জানান, গতকাল সকাল সাড়ে দশটার দিকে আসমানখালি বাজার থেকে নিজ গ্রামে ফেরার পথে সড়কের শকুনতলা নামক স্থান অতিক্রমকালে শকুনতলা ব্রিজকে আনমনে সাইড দিয়ে ব্রিজের নিচে পড়ে যায়। এ সময় আমার চিৎকারে আশেপাশের লোকজন ব্রিজের নিচ থেকে উদ্ধার করে আমাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। ব্রিজ সাইডের কারণে নিচে পড়ে আব্দুল মজিদের দুই পা এবং এক হাত ভেঙে গিয়েছে। এ সংবাদ সংগ্রহকালে মরার উপরখাড়ার ঘাঁ এমনি হাস্যরসের সাথে বলে, ভাই শেষ পর্যন্ত আপনি প্রচলিত কৌতুক টি সত্যি করে দিলেন। আহত মজিদও কাতরে কাতরে আরো বলেন, ভাই কিডা জানে ব্রিজ সাইড দিলে, আমি পড়ে যাব। তবে তার স্বজনরা বলেন, শুকুনতলা ব্রিজটির দুধারে রেলিং না থাকায় মজিদ ব্রিজের উপর দিয়ে আনমনে যাওয়ার সময় ভুল করেই, পা ব্রিজের বাইরে চলে যায়। এ কারণেই তার এই দূর্গতি হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

এবার কৌতুক নয় সত্যি সত্যিই : ব্রিজ সাইড দিয়ে হাত পা গেল মজিদের

আপলোড টাইম : ০৪:২০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০১৭

সোহেল সজিব: কৌতুকই সত্যি হলো। ব্রিজ সাইড দিয়ে আলমডাঙ্গার বন্দর ভিটা গ্রামের আব্দুল মজি (৪৫) ব্রিজের নিচে পড়ে দুই হাত ও এক পা ভেঙে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের বিছানায় যন্ত্রনা কাতরাচ্ছেন। ব্রিজ সাইড দেওয়া আলমডাঙ্গার উপজেলার বন্দর ভিটা গ্রামের মৃত শাকের আলী মন্ডলের ছেলে আব্দুল মজিদ জানান, গতকাল সকাল সাড়ে দশটার দিকে আসমানখালি বাজার থেকে নিজ গ্রামে ফেরার পথে সড়কের শকুনতলা নামক স্থান অতিক্রমকালে শকুনতলা ব্রিজকে আনমনে সাইড দিয়ে ব্রিজের নিচে পড়ে যায়। এ সময় আমার চিৎকারে আশেপাশের লোকজন ব্রিজের নিচ থেকে উদ্ধার করে আমাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। ব্রিজ সাইডের কারণে নিচে পড়ে আব্দুল মজিদের দুই পা এবং এক হাত ভেঙে গিয়েছে। এ সংবাদ সংগ্রহকালে মরার উপরখাড়ার ঘাঁ এমনি হাস্যরসের সাথে বলে, ভাই শেষ পর্যন্ত আপনি প্রচলিত কৌতুক টি সত্যি করে দিলেন। আহত মজিদও কাতরে কাতরে আরো বলেন, ভাই কিডা জানে ব্রিজ সাইড দিলে, আমি পড়ে যাব। তবে তার স্বজনরা বলেন, শুকুনতলা ব্রিজটির দুধারে রেলিং না থাকায় মজিদ ব্রিজের উপর দিয়ে আনমনে যাওয়ার সময় ভুল করেই, পা ব্রিজের বাইরে চলে যায়। এ কারণেই তার এই দূর্গতি হয়েছে।