ইপেপার । আজ বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

যশোর থেকে সাংবাদিক ফরহাদ মজহার উদ্ধার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:১৪:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০১৭
  • / ৩২৭ বার পড়া হয়েছে

সমীকরণ ডেস্ক: কবি, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট ফরহাদ মজহারকে যশোরের নোয়াপাড়া থেকে উদ্ধার করেছে র‌্যাব। গত রাত সাড়ে ১১টায় র‌্যাব-৬ এর মেজর রফিকুল ইসলামের নেতৃত্বে একটি টিম তাকে উদ্ধার করে।  গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে যশোরের অভয়নগরের নোয়াপাড়া থেকে ফরহাদ মজহারকে উদ্ধার করে র‌্যাব-৬ এর সদস্যরা। র‌্যাব-৬-এর অ্যাডজুট্যান্ট উৎপল রায় এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। খন্দকার রফিকুল ইসলাম বলেন, খুলনা থেকে হানিফ পরিবহনের একটি বাসে ঢাকায় যাওয়ার সময় যশোরে অভয়নগরেরর নোয়াপাড়া থেকে রাত সাড়ে ১১টার দিকে ফরহাদ মজহারকে উদ্ধার করা হয়।
গতকার সোমবার সকালে রাজধানীর শ্যামলীর আদাবরের নিজ বাড়ি থেকে ফরহাদ মজহারকে অপহরণ করা হয়েছে বলে তাঁর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। পরে সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে খুলনার শিববাড়ি এলাকায় তাঁর খোঁজে অভিযান শুরু করে র‌্যাব। র‌্যাব হেডকোয়ার্টারের সিনিয়র এএসপি (মিডিয়া) মিজানুর রহমান জানান, হানিফ পরিবহনের একটি বাসে তিনি খুলনা থেকে বাসার উদ্দেশে ফিরছিলেন। এর আগে গতকাল ভোরে আদাবরের নিজ বাসা থেকে বের হয়ে যাওয়ার পর নিখোঁজ হন তিনি। এরপর পরিবারের স্বজনদের নিজের ফোন থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানান। এমনকি তাকে মেরে ফেলা হবে এমন শঙ্কার কথাও বলেন স্ত্রী ফরিদা আখতারকে। পরবর্তীতে ফোন করে ৩৫ লাখ টাকা মুক্তিপণের কথা বলা হয়। এরপর থেকে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। থানায় পরিবারের অভিযোগের পর আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা শুরু করে। দুপুরের পর পুলিশ জানায় মোবাইল ফোন ট্র্যাক করে তার অবস্থান মানিকগঞ্জের পর খুলনা অঞ্চলে পাওয়া যায়। ফোন ট্র্যাকিং এর তথ্য নিয়ে সন্ধ্যায় খুলনায় অভিযান চালায় র‌্যাব ও পুলিশ। খুলনা পুলিশ জানায়, রাত সাড়ে ৮টায় খুলনা নিউমার্কেট এলাকার গ্রীল হাউজ রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া করেন। রেস্টুরেন্টের মালিক আবদুল মান্নান এ তথ্য পুলিশকে জানিয়েছেন। পুলিশ ওই রেস্টুরেন্টের সিসি ক্যামেরা জব্দ করে। পরে ফরহাদ মজহারের ফোন ট্র্যাকিং করে দেখা যায় তিনি যশোরের পথে রয়েছেন। যশোর থেকে আমাদের স্টাফ রিপোর্টার জানান, রাত সাড়ে ১১টার দিকে খুলনা থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস নোয়াপাড়া বেঙ্গল টেক্সটাইল মিলের সামনে পৌছালে র‌্যাব গাড়িটিকে থামার সঙ্কেত দেয়। ওই বাস থেকে ফরহাদ মজহারকে উদ্ধার করা হয়। তিনি গাড়ির মাঝখানের একটি সিটে বসা ছিলেন। এ সময় তার পরনে সাদা লুঙ্গি আর পাঞ্জাবি ছিল। তার পকেটে হানিফ পরিবহনের টিকিট পাওয়া গেছে। টিকিটটি ছিল খুলনা থেকে ঢাকার। র‌্যাবের মেজর রফিকুল ইসলাম ফরহাদ মজহারকে গাড়ি থেকে নামিয়ে আনেন। এ সময় অভয়নগর থানার ওসিসহ পুলিশ ও র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন। পরে তাকে অভয়নগর থানায় নিয়ে যাওয়া হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

যশোর থেকে সাংবাদিক ফরহাদ মজহার উদ্ধার

আপলোড টাইম : ০৪:১৪:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০১৭

সমীকরণ ডেস্ক: কবি, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট ফরহাদ মজহারকে যশোরের নোয়াপাড়া থেকে উদ্ধার করেছে র‌্যাব। গত রাত সাড়ে ১১টায় র‌্যাব-৬ এর মেজর রফিকুল ইসলামের নেতৃত্বে একটি টিম তাকে উদ্ধার করে।  গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে যশোরের অভয়নগরের নোয়াপাড়া থেকে ফরহাদ মজহারকে উদ্ধার করে র‌্যাব-৬ এর সদস্যরা। র‌্যাব-৬-এর অ্যাডজুট্যান্ট উৎপল রায় এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। খন্দকার রফিকুল ইসলাম বলেন, খুলনা থেকে হানিফ পরিবহনের একটি বাসে ঢাকায় যাওয়ার সময় যশোরে অভয়নগরেরর নোয়াপাড়া থেকে রাত সাড়ে ১১টার দিকে ফরহাদ মজহারকে উদ্ধার করা হয়।
গতকার সোমবার সকালে রাজধানীর শ্যামলীর আদাবরের নিজ বাড়ি থেকে ফরহাদ মজহারকে অপহরণ করা হয়েছে বলে তাঁর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। পরে সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে খুলনার শিববাড়ি এলাকায় তাঁর খোঁজে অভিযান শুরু করে র‌্যাব। র‌্যাব হেডকোয়ার্টারের সিনিয়র এএসপি (মিডিয়া) মিজানুর রহমান জানান, হানিফ পরিবহনের একটি বাসে তিনি খুলনা থেকে বাসার উদ্দেশে ফিরছিলেন। এর আগে গতকাল ভোরে আদাবরের নিজ বাসা থেকে বের হয়ে যাওয়ার পর নিখোঁজ হন তিনি। এরপর পরিবারের স্বজনদের নিজের ফোন থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানান। এমনকি তাকে মেরে ফেলা হবে এমন শঙ্কার কথাও বলেন স্ত্রী ফরিদা আখতারকে। পরবর্তীতে ফোন করে ৩৫ লাখ টাকা মুক্তিপণের কথা বলা হয়। এরপর থেকে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। থানায় পরিবারের অভিযোগের পর আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা শুরু করে। দুপুরের পর পুলিশ জানায় মোবাইল ফোন ট্র্যাক করে তার অবস্থান মানিকগঞ্জের পর খুলনা অঞ্চলে পাওয়া যায়। ফোন ট্র্যাকিং এর তথ্য নিয়ে সন্ধ্যায় খুলনায় অভিযান চালায় র‌্যাব ও পুলিশ। খুলনা পুলিশ জানায়, রাত সাড়ে ৮টায় খুলনা নিউমার্কেট এলাকার গ্রীল হাউজ রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া করেন। রেস্টুরেন্টের মালিক আবদুল মান্নান এ তথ্য পুলিশকে জানিয়েছেন। পুলিশ ওই রেস্টুরেন্টের সিসি ক্যামেরা জব্দ করে। পরে ফরহাদ মজহারের ফোন ট্র্যাকিং করে দেখা যায় তিনি যশোরের পথে রয়েছেন। যশোর থেকে আমাদের স্টাফ রিপোর্টার জানান, রাত সাড়ে ১১টার দিকে খুলনা থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস নোয়াপাড়া বেঙ্গল টেক্সটাইল মিলের সামনে পৌছালে র‌্যাব গাড়িটিকে থামার সঙ্কেত দেয়। ওই বাস থেকে ফরহাদ মজহারকে উদ্ধার করা হয়। তিনি গাড়ির মাঝখানের একটি সিটে বসা ছিলেন। এ সময় তার পরনে সাদা লুঙ্গি আর পাঞ্জাবি ছিল। তার পকেটে হানিফ পরিবহনের টিকিট পাওয়া গেছে। টিকিটটি ছিল খুলনা থেকে ঢাকার। র‌্যাবের মেজর রফিকুল ইসলাম ফরহাদ মজহারকে গাড়ি থেকে নামিয়ে আনেন। এ সময় অভয়নগর থানার ওসিসহ পুলিশ ও র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন। পরে তাকে অভয়নগর থানায় নিয়ে যাওয়া হয়।