ইপেপার । আজ রবিবার, ২৩ মার্চ ২০২৫

লাল-নীল বাতি জ্বালিয়ে দাপট দেখানোর প্রয়োজন নেই-কাদের

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:৪৩:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০১৭
  • / ৪০০ বার পড়া হয়েছে

Kader-hutar-stopসমীকরণ ডেস্ক: ভিআইপিদের গাড়িতে হুটার ও লাল-নীল বাতি জ্বালানো বন্ধ করতে উদ্যোগ নেয়া হবে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘লাল-নীল বাতি জ্বালিয়ে দাপট দেখানোর প্রয়োজন নেই।’
রবিবার সচিবালয়ে ঈদুল ফিতরে গৃহীত ও বাস্তবায়িত কার্যক্রম পর্যালোচনা এবং ঈদুল আজহার কর্মপরিকল্পনা সংক্রান্ত সভায় মন্ত্রী এ কথা বলেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে আমাদের গাড়িতে হুটার ব্যবহার করি সেটা একদম ঠিক না, ইন্ডিয়া হুটার বাজানো বন্ধ করে দিয়েছে, ব্যক্তিগতভাবে আমি আমার গাড়িতে হুটার ব্যবহার করি না। অন্যরা করবেন কিনা সরকারি নিয়মের আগে তা জানি না।’ তিনি বলেন, ‘হুটার ও লাল-নীল বাতি জ্বালানো বন্ধ করা উচিত। আমরা বন্ধ করব না কেন? লালনীল বাতি জ্বালিয়ে দাপট দেখানোর প্রয়োজন নেই।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, ‘আমি কয়েকদিন পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছি, গানম্যান বলেছিল সিগনালে সমস্যা হতে পারে, তবে সাত দিনে আমি দেখেছি সিগন্যালে কোনো সমস্যা হয় না।’
মন্ত্রী আরো বলেন, ‘অহেতুক লাল-নীল বাতি জ্বালিয়ে চমক সৃষ্টি করার দরকার নেই। মন্ত্রী সাহেব আসছেন এই দাপটটা রাস্তা এখন আর সইতে পারবে না। এটি ক্যাবিনেটে উত্থাপন করব। অনেক দেশেই বন্ধ করে দেয়া হয়েছে।’ ভিআইপি না হয়েও অনেকে ব্যক্তিগত গাড়ীতে হুটার লাগায় জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সরকারি নিয়মের আগে হুটার ও লাল-নীল বাতি বন্ধ করতে পারবো না।’ ঈদে ঘরমুখো ও কর্মস্থলে ফেরার যাত্রা কয়েক বছরের তুলনায় এবার স্বস্তিদায়ক ছিল দাবি করে মন্ত্রী বলেন, ‘মোটামুটি এবার সফলতা শতভাগ দাবি করব না, ৮০ ভাগ অন্তত আমাদের সাফল্য আছে। ২০ভাগ ব্যর্থতা আছে, অনেক কিছু সাধ্যের বাইরে চলে যায়।’ ঢাকার বাইরে মোটরসাইকেল আরোহীরা হেলমেট ব্যবহার করে না জানিয়ে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘যারা হেলমেট ব্যবহার করে না বা তিনজন আরোহী নিয়ে চলাচল করে তাদের বেশিরভাগ রাজনৈতিক তরুণ কর্মী। আমাদের সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দকে বলা হয়েছে এ বিষয় নিয়ম মেনে চলতে। এ বিষয়টা বলার পর পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে।’ কয়েকদিন ধরে দুর্ঘটনায় অনেক মানুষ মারা যাচ্ছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ওবায়দুল কাদের বলেন, ঈদের সময় তো সব জায়গায় রাস্তা ফাঁকা। তখন দুর্ঘটনা ঘটে কেন? ফাঁকা রাস্তায় সবাই দিগ্বিজয়ী আলেক্সান্ডারের মতো স্টিয়ারিংয়ে বসে গাড়ি চালায়, যে চলিলাম আল্লাহর নামে। চলিলাম বলতে বলতে কখনো পড়ছে খাদে, কখনো আরেক গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘাতে। এটা সচেতনতার ব্যাপার।’ বেপরোয়া গতির জন্যই সড়ক দুর্ঘটনা ঘটছে বলে দাবি করেন সড়ক পরিবহন মন্ত্রী।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

লাল-নীল বাতি জ্বালিয়ে দাপট দেখানোর প্রয়োজন নেই-কাদের

আপলোড টাইম : ০৪:৪৩:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০১৭

Kader-hutar-stopসমীকরণ ডেস্ক: ভিআইপিদের গাড়িতে হুটার ও লাল-নীল বাতি জ্বালানো বন্ধ করতে উদ্যোগ নেয়া হবে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘লাল-নীল বাতি জ্বালিয়ে দাপট দেখানোর প্রয়োজন নেই।’
রবিবার সচিবালয়ে ঈদুল ফিতরে গৃহীত ও বাস্তবায়িত কার্যক্রম পর্যালোচনা এবং ঈদুল আজহার কর্মপরিকল্পনা সংক্রান্ত সভায় মন্ত্রী এ কথা বলেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে আমাদের গাড়িতে হুটার ব্যবহার করি সেটা একদম ঠিক না, ইন্ডিয়া হুটার বাজানো বন্ধ করে দিয়েছে, ব্যক্তিগতভাবে আমি আমার গাড়িতে হুটার ব্যবহার করি না। অন্যরা করবেন কিনা সরকারি নিয়মের আগে তা জানি না।’ তিনি বলেন, ‘হুটার ও লাল-নীল বাতি জ্বালানো বন্ধ করা উচিত। আমরা বন্ধ করব না কেন? লালনীল বাতি জ্বালিয়ে দাপট দেখানোর প্রয়োজন নেই।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, ‘আমি কয়েকদিন পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছি, গানম্যান বলেছিল সিগনালে সমস্যা হতে পারে, তবে সাত দিনে আমি দেখেছি সিগন্যালে কোনো সমস্যা হয় না।’
মন্ত্রী আরো বলেন, ‘অহেতুক লাল-নীল বাতি জ্বালিয়ে চমক সৃষ্টি করার দরকার নেই। মন্ত্রী সাহেব আসছেন এই দাপটটা রাস্তা এখন আর সইতে পারবে না। এটি ক্যাবিনেটে উত্থাপন করব। অনেক দেশেই বন্ধ করে দেয়া হয়েছে।’ ভিআইপি না হয়েও অনেকে ব্যক্তিগত গাড়ীতে হুটার লাগায় জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সরকারি নিয়মের আগে হুটার ও লাল-নীল বাতি বন্ধ করতে পারবো না।’ ঈদে ঘরমুখো ও কর্মস্থলে ফেরার যাত্রা কয়েক বছরের তুলনায় এবার স্বস্তিদায়ক ছিল দাবি করে মন্ত্রী বলেন, ‘মোটামুটি এবার সফলতা শতভাগ দাবি করব না, ৮০ ভাগ অন্তত আমাদের সাফল্য আছে। ২০ভাগ ব্যর্থতা আছে, অনেক কিছু সাধ্যের বাইরে চলে যায়।’ ঢাকার বাইরে মোটরসাইকেল আরোহীরা হেলমেট ব্যবহার করে না জানিয়ে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘যারা হেলমেট ব্যবহার করে না বা তিনজন আরোহী নিয়ে চলাচল করে তাদের বেশিরভাগ রাজনৈতিক তরুণ কর্মী। আমাদের সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দকে বলা হয়েছে এ বিষয় নিয়ম মেনে চলতে। এ বিষয়টা বলার পর পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে।’ কয়েকদিন ধরে দুর্ঘটনায় অনেক মানুষ মারা যাচ্ছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ওবায়দুল কাদের বলেন, ঈদের সময় তো সব জায়গায় রাস্তা ফাঁকা। তখন দুর্ঘটনা ঘটে কেন? ফাঁকা রাস্তায় সবাই দিগ্বিজয়ী আলেক্সান্ডারের মতো স্টিয়ারিংয়ে বসে গাড়ি চালায়, যে চলিলাম আল্লাহর নামে। চলিলাম বলতে বলতে কখনো পড়ছে খাদে, কখনো আরেক গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘাতে। এটা সচেতনতার ব্যাপার।’ বেপরোয়া গতির জন্যই সড়ক দুর্ঘটনা ঘটছে বলে দাবি করেন সড়ক পরিবহন মন্ত্রী।