শিরোনাম:
চুয়াডাঙ্গার এক গুণী মা চলে গেলেন না ফেরার দেশে
সমীকরণ প্রতিবেদন
- আপলোড টাইম : ০৪:৪২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০১৭
- / ৩৭৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদরের সাদেক আলি মল্লিকপাড়ার মৃত তহশিলদার ফজলুর রহমানের স্ত্রী গুলশান আরা বেগম আর নেই। তিনি রোববার দিনগত রাত ১২টায় তার জামাতা ডা. বিল্লাল হোসেনের কোর্ট পাড়াস্থ বাসভবনে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ কিডনির সমস্যায় ভুগছিলেন বলে তার পারিবারিক সূত্রে জানা যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি তিন ছেলে, দুই মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। তিনি এ্যাড. মকবুল হোসেনের বড় ভাবী। তিনি ঝিনাইদহ কেসি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ফারজানা কেতকির মা। ডেপুটি এ্যাটর্নি জেনারেল রোনা নাহারিন এ্যানি মরহুমার বড় মেয়ে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক মৃত ড. সিদ্দিকুর রহমান ছিলেন মরহুমার বড় ছেলে।
ট্যাগ :