ইপেপার । আজ শুক্রবার, ২১ মার্চ ২০২৫

নাগরদোলা থেকে পড়ে নিহত স্কুলছাত্রের দাফন সম্পন্ন : একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ বাবা-মা : এলাকায় চলছে শোকের মাতম

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:০২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২ জুলাই ২০১৭
  • / ৩৯৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চলন্ত নাগরদোলা থেকে পড়ে গিয়ে নিহত ইসতিয়াক আহমেদ রিদুর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন সংলগ্ন জান্নাতুল মওলা কবরস্থান জামে মসজিদে নিহতের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে জান্নাতুল মওলা কবরস্থানে দাফন কার্য সম্পন্ন হয়। নিহতের জানাজার নামাজ ও দাফন কার্যে চুয়াডাঙ্গার বিভিন্ন শ্রেণিপেশার শ’শ’ মানুষ অংশ নেয়। এদিকে, একমাত্র সন্তানকে হারিয়ে দিশেহারা পড়েছেন পিতা-মাতা। গত পরশু শুক্রবার বিকেলে ঘটনার পর থেকে তাদের আহাজারিতে বাতাস ভারি হয়ে ওঠে। পুরো এলাকাজুড়ে চলছে শোকের মাতম।
ঈদুল ফিতরের ছুটিতে গত পরশু শুক্রবার সন্ধ্যায় চাচাতো-ফুফাতো ভাই-বোনদের সাথে পুলিশ পার্কে যায় চুয়াডাঙ্গা যুগ্ম জেলা জজ আদালতের এপিপি ইমতিয়াজ আহমেদ উজ্জ্বলের ছেলে ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির মেধাবী ছাত্র ইসতিয়াক আহমেদ রিদু (১৪)। পার্কের নাগরদোলায় চড়ে চলন্ত অবস্থায় দাঁড়িয়ে মোবাইলে সেলফি তুলতে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে যায় সে। এসময় নাগরদোলার লোহার আঘাতে গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে রিদুর মৃত্যু হয়। মাথায় আঘাত লাগার কারণে তার মৃত্যু হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

নাগরদোলা থেকে পড়ে নিহত স্কুলছাত্রের দাফন সম্পন্ন : একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ বাবা-মা : এলাকায় চলছে শোকের মাতম

আপলোড টাইম : ০৪:০২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২ জুলাই ২০১৭

নিজস্ব প্রতিবেদক: চলন্ত নাগরদোলা থেকে পড়ে গিয়ে নিহত ইসতিয়াক আহমেদ রিদুর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন সংলগ্ন জান্নাতুল মওলা কবরস্থান জামে মসজিদে নিহতের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে জান্নাতুল মওলা কবরস্থানে দাফন কার্য সম্পন্ন হয়। নিহতের জানাজার নামাজ ও দাফন কার্যে চুয়াডাঙ্গার বিভিন্ন শ্রেণিপেশার শ’শ’ মানুষ অংশ নেয়। এদিকে, একমাত্র সন্তানকে হারিয়ে দিশেহারা পড়েছেন পিতা-মাতা। গত পরশু শুক্রবার বিকেলে ঘটনার পর থেকে তাদের আহাজারিতে বাতাস ভারি হয়ে ওঠে। পুরো এলাকাজুড়ে চলছে শোকের মাতম।
ঈদুল ফিতরের ছুটিতে গত পরশু শুক্রবার সন্ধ্যায় চাচাতো-ফুফাতো ভাই-বোনদের সাথে পুলিশ পার্কে যায় চুয়াডাঙ্গা যুগ্ম জেলা জজ আদালতের এপিপি ইমতিয়াজ আহমেদ উজ্জ্বলের ছেলে ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির মেধাবী ছাত্র ইসতিয়াক আহমেদ রিদু (১৪)। পার্কের নাগরদোলায় চড়ে চলন্ত অবস্থায় দাঁড়িয়ে মোবাইলে সেলফি তুলতে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে যায় সে। এসময় নাগরদোলার লোহার আঘাতে গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে রিদুর মৃত্যু হয়। মাথায় আঘাত লাগার কারণে তার মৃত্যু হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক।