আলমডাঙ্গা কেদারনগরেরর নাইস ২দিন ধরে নিখোঁজ : পরকিয়া প্রেম নাকি অপহরণ?
- আপলোড টাইম : ০৩:৫৩:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২ জুলাই ২০১৭
- / ১১৬৮ বার পড়া হয়েছে
বেলগাছি প্রতিনিধি: আলমডাঙ্গা কেদারনগর গ্রামের মেয়ে নাইস শ্বশুর বাড়ি যাবার উদ্দেশ্যে বেরিয়ে দু’দিন ধরে নিখোঁজ রয়েছে। গত শুক্রবার সকালে শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য বাড়ী থেকে বের হয় নাইস। এরপর থেকে নাইসের মোবাইল বন্ধ রয়েছে। নাইস অপহরণ হলো নাকি পরকিয়া প্রেমে অজানার উদ্দেশ্যে পাড়ি জমালো সে বিষয়ে স্পষ্ট কোন উত্তর মেলেনি। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার কেদারনগর গ্রামের ওহিদুল ইসলামের মেয়ে নাইস (১৬) এর চুয়াডাঙ্গা মুক্তিপাড়ায় বিয়ে হয় একবছর আগে। এবার ঈদে নাইস বাবার বাড়ী আসে। পরে নিজে শ্বশুর বাড়ী যাওয়ার কথা বলে সে বাড়ী থেকে বের হয়। তারপর থেকে তার পরিবারের সদস্যরা তার কোন হদিস পাচ্ছে না। ঘটনার দিন সন্ধ্যায় নাইসের স্বামী তার শ্বশুর বাড়ীতে নিজের বউকে নিতে আসলে জানা যায় নাইস নিখোঁজ। পরে নাইসের মোবাইলে অনেক চেষ্টা করে কল দেওয়া যায়নি। সবাই এখন সন্দিহান নাইস অপহরণ হলো নাকি পরকিয়া প্রেমে অজানার উদ্দেশ্যে পাড়ি জমালো। তবে, নাইসের পরিবারের কাছে কেউ কোন চাঁদাদাবি করেনি বলে জানা যায়। পরকিয়ার টানে ঘর ছাড়তে পারে বলে স্থানীয় অনেকে ধারণা করছে। এরিপোর্ট লেখা পর্যন্ত আলমডাঙ্গা থানায় কোন অভিযোগ করেনি নাইসের পরিবার। তবে, থানায় অবিযোগের প্রস্তুতি চরছে বলে জানা যায়।