আলমডাঙ্গায় সরকারী কলেজ ছাত্রলীগের উদ্যোগে : নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে মিছিল-সমাবেশ
- আপলোড টাইম : ০৩:৫২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২ জুলাই ২০১৭
- / ৪০৪ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার সরকারী ডিগ্রী কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে একাদশ শ্রেণীর নবাগত ছাত্র-ছাত্রীদেরকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা মিছিলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে বের হওয়া মিছিলটি শহর প্রধান সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। পরে নবাগতদের ফুল ও ক্লাস রুটিন দিয়ে বরণ করা হয়। আলমডাঙ্গা ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সালমুন আহম্মেদ ডন। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, সাধারন সম্পাদক নাহিদ হাসান তমাল, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন বাদশা। যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসানের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগ নেতা ইছানুর, রকি আহমেদ, টিটন, মেহেরাব, সাকিব, কাজল, অটল, চঞ্চল, সৈকত, অভি, দিগন্ত, শিহাব, রোমান, ঠান্ডু, নাহিদ, লিমন, সজীব, শান্ত, মহেশ, অন্তর, আকাশ, রাছেল, সেলিম, রোহান, ইউনিয়ন ছাত্রলীগ নেতা মামুন, করিম, রুবেল, শাহেদ, মিল্টন, শরীফ প্রমূখ।