দামুড়হুদায় মা-বাবার অসাবধানতায় : পেটে কাঁচ ঢুকে শিশু শামিম জখম
- আপলোড টাইম : ০৩:৫১:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২ জুলাই ২০১৭
- / ৪২৯ বার পড়া হয়েছে
শহর প্রতিনিধি: চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার বনানীপাড়ায় শামিম (৬) নামের এক শিশুর শরীরে কাঁচ ঢুকে গুরুতর জখম হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল শনিবার বিকাল ৪টার দিকে এ ঘটনাটি ঘটে। শিশু শামিম চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার বনানীপাড়ায় শাহাবুদ্দীনের ছেলে। জানা গেছে, গতকাল শনিবার বিকাল ৪টার দিকে শিশু শামিম নিজ বাসায় খাটের উপরে খেলছিলো। হঠাত শামিম বিছানা থেকে উলটে পড়ে গেলে পাশে থাকা কাঁচের (ফার্নিচার) শোকেস এর ভিতরে ঢুকে যায়। এতে শিশু শামিমের তলপেটে কাচের টুকরা ঢুকে গুরুতর জখম হয়। পরে পরিবারের সদস্যরা শামিমকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এবিষয়ে কর্তব্যরত চিকিৎসক কানিজ নাঈমা বলেন, শামিমের অবস্থা আশংকাজনক। পেটের ক্ষত গভীর হওয়ায় সেলাই করা সম্ভব হয় নি। তবে, শামিমের অবস্থা উন্নতি না হলে উন্নতি চিকিৎসার জন্য রেফার্ড করা হতে পারে।