শিরোনাম:
রাবিতে আজ ক্লাস শুরু
সমীকরণ প্রতিবেদন
- আপলোড টাইম : ০৫:৪২:০১ পূর্বাহ্ন, শনিবার, ১ জুলাই ২০১৭
- / ৩৫০ বার পড়া হয়েছে
সমীকরণ ডেস্ক: ৩৪ দিনের ছুটি শেষে আজ শনিবার (১ জুলাই) থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ক্লাস ও পরীক্ষা শুরু হবে। বিশ্ববিদ্যালয় পরিবহনের বাসগুলোও সব রুটে চলাচল করবে। বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক মো. মশিহুর রহমান বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল ফিতরের ছুটি শেষে শুক্রবার (৩০ জুন) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, ২৭ মে থেকে গ্রীষ্মকালীন অবকাশ, পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরের ছুটিতে বিশ্ববিদ্যালয়ে সব ধরনের ক্লাস বন্ধ হয়ে যায়। তবে পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম চালু ছিল ১৮ জুন পর্যন্ত। আর ১৯ জুন থেকে ২৯ জুন পর্যন্ত ১৭টি আবাসিক হল বন্ধ ছিল।
ট্যাগ :