গাংনীতে স্কুল ও মাদ্রসা ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত
- আপলোড টাইম : ০৯:৪৫:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০১৬
- / ৪১৫ বার পড়া হয়েছে
গাংনী অফিস: গতকাল বুধবার বিকেলে গাংনী উপজেলা জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। এতে খেলার রাজা ফুটবলে গাংনী হাইস্কুল অ্যান্ড কলেজ বিজীয় হয়েছেন। বাওট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বাওট সোলাইমানী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ-জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মহিলা এমপি সেলিনা আখতার বানু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসার, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহম্মেদ, গাংনী হাইস্কুল প্রধান শিক্ষক আফজাল হোসেন ও বাওট মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি সভাপতি নিয়ামত আলী। প্রতিযোগিতায় বালক ফুটবলে গাংনী হাইস্কুল অ্যান্ড কলেজ বালক, বালিকা মিকুসিস মাধ্যমিক বিদ্যালয়, কাবাডি বালক দেবীপুর মাধ্যমিক বিদ্যালয়, কাবাডি বালিকা জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়, হ্যান্ডবল বালক গাংনী পৌর মাধ্যমিক বিদ্যালয় ও হ্যান্ডবল বালিকা জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হয়।