শিরোনাম:
রোগিবাহী অ্যাম্বুলেন্স থামিয়ে এমপি বদির সেলফি : ফেসবুকে তোলপাড়
সমীকরণ প্রতিবেদন
- আপলোড টাইম : ০৫:২৮:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১ জুলাই ২০১৭
- / ৪২২ বার পড়া হয়েছে
সমীকরণ ডেস্ক: কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদির সেলফি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। এমপি বদির তোলা সেলফিতে দেখা যাচ্ছে- মুমূর্ষু রোগিকে বহন করা অ্যাম্বুলেন্সটি থামিয়ে তিনি সেলফি তুলছেন। সেলফি সম্পর্কে খোঁজ নিয়ে জানা যায়, মাথায় রক্তক্ষরণজনিত রোগে আক্রান্ত উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উখিয়া বঙ্গমাতা মহিলা কলেজের অধ্যক্ষ হামিদুল হক চৌধুরীকে অ্যাম্বুলেন্সে করে রাজধানীর বিআরবি (গ্যাস্ট্রোলিভার) হাসপাতালে নেয়ার প্রস্তুতি চলছিল। এসময় সরকার দলীয় সংসদ সদস্য আবদুর রহমান বদি অসুস্থ হামিদুল হক চৌধুরীকে বহন করা অ্যাম্বুুলেন্সটি থামিয়ে সেলফি তোলেন। এরপর এমপি বদির তোলা ওই সেলফি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে এ নিয়ে বিভিন্ন মহলে ওঠে সমালোচনার ঝড়।
ট্যাগ :