গাংনীতে ঐতিহ্যবাহি গ্রাম্য খেলার পুরস্কার বিতরনীতে মেয়র আশরাফ
- আপলোড টাইম : ০৫:২৪:০২ পূর্বাহ্ন, শনিবার, ১ জুলাই ২০১৭
- / ৫৩১ বার পড়া হয়েছে
গাংনীতে ঐতিহ্যবাহি গ্রাম্য খেলার পুরস্কার বিতরনীতে মেয়র আশরাফ
মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে গ্রাম্য খেলার প্রয়োজন
গাংনী অফিস: কালের বিবর্তনে হারিয়ে যেতে বসা গ্রাম-বাংলার ঐতিহ্যবাহি খেলার আয়োজন করা হয় গাংনী পৌরসভার ৬নং ওয়ার্ডে। গতকাল শুক্রবার বিকেলে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে গাংনী পৌর মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আশরাফুল ইসলাম আশরাফ ভেন্ডার বলেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখতে হলে সেই গ্রাম-বাংলার ঐতিহ্য ধরে রাখতে হবে। গ্রাম্যখেলা ধুলো নতুন করে আবারও তরুন প্রজন্মের নিকট তুলে ধরতে হবে। পাশাপাশি মায়েদের স্টার জলসা, জি বাংলা দেখা বাদ দিয়ে বিকেলে ছেলে-মেয়েদের খেলার মাঠে নিয়ে আনতে হবে খেলাতে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহি খেলাগুলো। এরই মাধ্যমে বিপদগ্রামী ছেলে মেয়েদের রক্ষা করা সম্ভব হবে। তা না হলে স্টার জলসা ও জি বাংলা আমাদের ছেলে মেয়েদের ভবিষৎ শেষ করে দেবে। গতকাল দিনভর গ্রাম্য খেলা দোড়, বিস্কুট মুখে দোড়, কলাগাছে উঠা, কলা খাওয়া, হাড়িভাঙ্গা, মায়েদের মারবেল দোড়, বালিশ খেলাসহ বিভিন্ন খেলাধুলায় ছেলে-মেয়ে ও শিশুরা ব্যস্ত সময় পার করে। দিন শেষে বিকেলে পুরস্কার বিতরনী করা হয়।
অনুষ্ঠানে ওয়ার্ড আ.লীগের সভাপতি জিয়ারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম। পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাইদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সিএফএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল হেলাল ও গাংনী পৌর ছাত্রলীগের সভাপতি মানিক ফকির প্রমুখ। সাবির্ক সহযোগিতায় ছিলেন ফতাইপুর যুবসংঘ ক্লাব ও উন্নয়ন সমিতির সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক আল মামুন, হাবিবুর রহমান, রফিকুল ইসলাম, সেলিমসহ কমিটির সদস্যবৃন্দ।