গাংনী তেরাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও ফলাফল ঘোষনা অনুষ্ঠিত
- আপলোড টাইম : ০৯:৪২:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০১৬
- / ৩২৬ বার পড়া হয়েছে
গাংনী অফিস : শিক্ষার গুণগত মান বৃদ্ধি, ঝরে পড়া রোধ, মাদক ও সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন, বাল্য বিবাহ প্রতিরোধে গাংনী উপজেলার তেরাইল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২ দিকে তেরাইল স্কুল প্রাঙ্গনে মা সমাবেশ ও ফলাফল ঘোষনার আয়োজন করা হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিপির সভাপতি আজিজুল হক সভাপতিত্বে প্রধান অতিথির ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ। সহকারী শিক্ষক জাকিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক খায়রুল হাসান, গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ-জামান, জেলা শিক্ষা অফিসার তৌফিকুজ্জামান, বামন্দী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জুলফিকার আলী ভূট্টো, গাংনী উপজেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী লাইলা আরজুমান শিলা, গাংনী উপজেলা শিক্ষা অফিসের সহকারী শিক্ষা কর্মকর্তা এহসানুল হাবীব, শফিকুর রহমান প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে স্বতঃস্ফূর্ত অংশগ্রহনকারী বিদ্যালয়ের তিন শতাধিক সতেচন অভিভাবক, মেধাবী ছাত্র ছাত্রীদের হাতে প্রধান অতিথি পরিমল সিংহ পুরস্কার তুলে দেন ।