বাংলাদেশিদের টাকা বাড়ছে সুইস ব্যাংকে
- আপলোড টাইম : ০৫:০১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জুন ২০১৭
- / ৪৩৪ বার পড়া হয়েছে
সমীকরণ ডেস্ক: সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমানো অর্থের পরিমাণ বেড়েছে। ২০১৬ সাল শেষে সেখানে বাংলাদেশিদের নামে রয়েছে ৬৬ কোটি ৭৫ লাখ সুইস ফ্রাঁ। বর্তমান বিনিময় হার অনুযায়ী এর পরিমাণ (প্রতি ফ্রাঁ ৮৪ টাকা হিসাবে) ৫ হাজার ৬০০ কোটি টাকা। ২০১৫ সালে সেখানে গচ্ছিত অর্থের পরিমাণ ছিল ৫৫ কোটি ৯২ লাখ ফ্রাঁ বা ৪ হাজার ৬০০ কোটি টাকা। এ হিসাবে আগের বছরের তুলনায় ২০১৬ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা বেড়েছে ১৮ শতাংশ। অর্থনীতিবিদদের ধারণা, নির্বাচন সামনে রেখে দেশ থেকে টাকা পাচার বাড়তে পারে। অবৈধ পথে এ অর্থের একটি অংশ যাচ্ছে এসব ব্যাংকে।
সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক (এসএনবি) গতকাল বৃহস্পতিবার সে দেশের ব্যাংকগুলোর সার্বিক পরিসংখ্যান নিয়ে ‘ব্যাংকস ইন সুইজারল্যান্ড ২০১৬’ নামে যে প্রতিবেদন প্রকাশ করেছে তাতে বাংলাদেশের নামে অর্থ গচ্ছিত থাকার পরিসংখ্যান রয়েছে। এতে দেখা যায়, প্রতি বছরই সুইস ব্যাংকগুলোতে এ দেশের নাগরিকদের টাকা বাড়ছে। অন্যান্য দেশের মতো এ দেশ থেকেও পাচার হওয়া অর্থের একটি অংশ এসব ব্যাংকে জমা হয়। তবে সব অর্থ পাচারের নয় বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা।