আলমডাঙ্গা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির অনুমোদন
- আপলোড টাইম : ০৪:৪৩:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জুন ২০১৭
- / ৬৬১ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা অফিস: গত ১৮ জুন খুলনা বিভাগীয় দুর্নীতি দমন কমিশনের পরিচালক ড. মোহাম্মদ আবুল হাসান স্বাক্ষরিত আলমডাঙ্গা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি অনুমোদন করে গতকাল কমিটির সভাপতির কাছে পৌছায়। এ ব্যাপারে কমিটির সভাপতি আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুজ্জামানের অফিস কক্ষে নবগঠিত কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। এসময় সভাপতি পূর্ণাঙ্গ কমিটির তালিকা এই প্রতিবেদকের হাতে তুলে দেন। আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুজ্জামান সভাপতি, সহসভাপতি- আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সহ-সভাপতি- অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী, সাধারন সম্পাদক অধ্যক্ষ ডেফোপিল কিন্ডার গার্টেন মুন্সিগঞ্জ একেএম ইউসুছ হাসান, সদস্য- শামীম রেজা, উপাধ্যক্ষ আলমডাঙ্গা কলেজিয়েট স্কুল, আমিরুল ইসলাম জয়, প্রভাষক আলমডাঙ্গা ডিগ্রি কলেজ, সাফায়েতুল ইসলাম হিরু, ইমাম, আনন্দধাম জামে মসজিদ, সাইফ মোহাম্মদ হিরন, ক্রিড়া শিক্ষক, আলমডাঙ্গা ডিগ্রি কলেজ, ওয়াহেদা খাতুন, সহকারী গ্রন্থাগারিক পাইকপাড়া জনকল্যান মাধ্যমিক বিদ্যালয়। উল্লেখ্য, কুষ্টিয়া দুর্ণীতি দমন কমিশনের উপ-পরিচালক আব্দুল গাফ্ফার এই কমিটি অনুমোদন করে খুলনায় পাঠান। পরবর্তীতে খুলনা বিভাগীয় দুর্ণীতি দমন কমিশনের পরিচালক আলমডাঙ্গা উপজেলা কমিটির অনুমোদন করেন।