গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয় এর ৭০ বছর পূর্তি উৎসব পালিত প্রতিজ্ঞা এবং পরিশ্রমই হোক আমাদের প্রতিষ্ঠার গতিপথ
- আপলোড টাইম : ০৫:০১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুন ২০১৭
- / ৪৫০ বার পড়া হয়েছে
উজ্জল মাসুদ: প্রতিজ্ঞা এবং পরিশ্রমই হোক আমাদের প্রতিষ্ঠার গতিপথ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয় এর ৭০ বছর পূর্তি উৎসব উপলক্ষে পতাকা উত্তোলন, আনন্দ শোভা যাত্রা, আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সম্মনানা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জানাগেছে, গতকাল বুধবার গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয় এর ৭০ বছর পূর্তি উৎসব উপলক্ষে সকাল সাড়ে ৯টার সময় পতকা উত্তোলন ও শোভাযাত্রা শেষে প্রথম পর্বের আলোচনা অনুষ্ঠানে বিদ্যালয় ম্যনেজিং কমিটি ও উদযাপন কমিটির সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার কলিমুল্লাহ, সদর উপজেলা চেয়ারম্যান আশাদুল হক বিশ্বাস, জজ কোর্টের পিপি এ্যাড. শামশুজ্জোহা, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতাউর রহমান, চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান। আলোচনার শুরুতে কোরআন থেকে তেলয়াত করেন বিদ্যালয়ের সিনিয়ার শিক্ষক আশরাফ আলী, শুভেচ্ছা বক্তব্য রাখেন গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ফরিদ হোসেন।
আমার কৈশোর ও আজকের প্রত্যাশা এই স্লোগানে বেলা সাড়ে ১১টার দিকে অধিবেশনের দ্বিতীয় পর্বে প্রাক্তন ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের স্মৃতিচারণ অনুষ্ঠানে উদযাপন কমিটির সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক রেজাউল করিম ও আবু বকর সিদ্দিকী, অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম জহুরুল আলম, জজ কোর্টের আইনজীবি সেলিম উদ্দিন খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আকরামুল হক, সাব রেজিষ্ট্রার রাব্বুস সোবহান, জেলা শ্রমিক লীগের সভাপতি আফজালুল হক, ইঞ্জিনিয়ার শাহজাহান আলম।
বেলা সাড়ে ১২টার দিকে অধিবেশনের তৃতীয় পর্বে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে করণীয় আলোচনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অতিথি ছিলেন সরকারী আদর্শ মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শহীদুল ইসলাম, দর্শনা সরকারী কলেজের অবসরপ্রাপ্ত উপধ্যক্ষ মোশারফ হোসেন, গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোস্তফা কামাল, বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক খাইরুল বাশার ও মোশাররফ হোসেন।
অধিবেশনের চতুর্থ পর্বে দুপুর আড়াইটার দিকে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে উদযাপন কমিটির সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন। বিশেষ অতিথি ছিলেন চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোস্তফা কামাল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ফরিদ হোসেন। অনুষ্ঠান শেষে ক্ষুদে গানরাজ উদয়, শাবনুর ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র দেলোয়ার হোসেন দিপুসহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনা করেন আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেন, প্রাক্তন ছাত্র রাজীব ফেরদৌস পাপেন, বিদ্যালয়ে শিক্ষক শফি উদ্দিন টিটু, বেলাল হোসেন।