ইপেপার । আজ বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

গাংনীর রামনগর ভোট কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সঙ্গে

গাংনী অফিস:
  • আপলোড টাইম : ০৯:০৮:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১
  • / ৩৩ বার পড়া হয়েছে

মেহেরপুরের গাংনী উপজেলার রামনগর ভোট কেন্দ্রে মেম্বার প্রার্থীর সমর্থকদের হামলায় পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে চার রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন- এসআই সাইদুর রহমসান, এসআই আব্দুর রাজ্জাক, টিএসআই হুমায়ন, এএসআই রাশিদুল ইসলাম, পুলিশ সদস্য হেয়মায়েত ও জাহিদ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বামন্দী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে মাত্র ১৪ ভোটের ব্যবধান মেম্বার নির্বাচিত হন আরিফুল ইসলাম। ১৪ ভোটে পরাজিত হওয়া ইউনুছ আলীর ব্যালট পেপার কয়েকটি ছিড়ে ভোট কেন্দ্রের বাইরে ফেলে দেওয়া হয়েছে এমন অভিযোগ উঠে। এ নিয়ে পুলিশের সাথে তর্কবিতর্কে জড়িয়ে পড়েন দুই মেম্বার প্রার্থীর সমর্থকরা। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন মেম্বার প্রার্থীর সমর্থকরা। লাঠিসোটা নিয়ে তারা পুলিশের ওপর আক্রমণ করেন। পুলিশ সদস্যরা আত্মরক্ষায় সংঘর্ষে জড়িয়ে পড়েন। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। পুলিশের ফাঁকা গুলিতে হামলাকারীরা পালিয়ে যায় এসময় পুলিশের আরও টিম ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে উদ্ধার করে গাংনী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত পুলিশ সদস্যদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশের ওপর আক্রমণের সাথে জড়িতদের গ্রেপ্তার ও তাদের নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে বলেও জানান তিনি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

গাংনীর রামনগর ভোট কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সঙ্গে

আপলোড টাইম : ০৯:০৮:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১

মেহেরপুরের গাংনী উপজেলার রামনগর ভোট কেন্দ্রে মেম্বার প্রার্থীর সমর্থকদের হামলায় পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে চার রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন- এসআই সাইদুর রহমসান, এসআই আব্দুর রাজ্জাক, টিএসআই হুমায়ন, এএসআই রাশিদুল ইসলাম, পুলিশ সদস্য হেয়মায়েত ও জাহিদ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বামন্দী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে মাত্র ১৪ ভোটের ব্যবধান মেম্বার নির্বাচিত হন আরিফুল ইসলাম। ১৪ ভোটে পরাজিত হওয়া ইউনুছ আলীর ব্যালট পেপার কয়েকটি ছিড়ে ভোট কেন্দ্রের বাইরে ফেলে দেওয়া হয়েছে এমন অভিযোগ উঠে। এ নিয়ে পুলিশের সাথে তর্কবিতর্কে জড়িয়ে পড়েন দুই মেম্বার প্রার্থীর সমর্থকরা। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন মেম্বার প্রার্থীর সমর্থকরা। লাঠিসোটা নিয়ে তারা পুলিশের ওপর আক্রমণ করেন। পুলিশ সদস্যরা আত্মরক্ষায় সংঘর্ষে জড়িয়ে পড়েন। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। পুলিশের ফাঁকা গুলিতে হামলাকারীরা পালিয়ে যায় এসময় পুলিশের আরও টিম ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে উদ্ধার করে গাংনী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত পুলিশ সদস্যদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশের ওপর আক্রমণের সাথে জড়িতদের গ্রেপ্তার ও তাদের নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে বলেও জানান তিনি।