কোটচাঁদপুর ৪৫তম জাতীয় স্কুল ও মাদরাসার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
- আপলোড টাইম : ০৯:৩১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০১৬
- / ৪২৬ বার পড়া হয়েছে
কোর্টচাঁদপুর প্রতিনিধি: কোটচাঁদপুর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ৪৫তম জাতীয় স্কুল ও মাদরাসার গ্রীষ্মকালীন ক্রীড়া সম্পন্ন হয়েছে। পৌর মেয়র জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোছা. নাজমা বেগম, বিশেষ অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ কবির হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, কোটচাঁদপুর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মফিজুর রহমান, কমিটির সদস্য ও আওয়ামীলীগ নেতা কাজী আলম, হুমায়ুন কবীর লতা, শিক্ষক নেতা অব্দুর রশিদ এবং মাদরাসার শিক্ষক জাকির হোসেন প্রমুখ। কোটচাঁদপুর হাই স্কুল মাঠে গত ১৭ই অগস্ট থেকে এই গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতা শুরু হয়। এতে উপজেলার ২৪টি মাধ্যমিক বিদ্যালয় ও ৯টি মাদরাসা অংশ নেয়। প্রতিযোগীতায় মেয়েদের ফুটবল ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছে শেখ মোজাফ্ফর হোসেন মাধ্যমিক বিদ্যালয় এবং রানার্স-আপ হয়েছে কোটচাঁদপুর পাইলট বালিকা বিদ্যালয়। এদিকে ছেলেদের ফুটবল ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছে জে,বি,জে দাখিল মাদরাসা এবং রানার্স-আপ হয়েছে কোটচাঁদপুর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়। অনুষ্ঠানের সমাপনী ও পুরষ্কার বিতারণী পরিচালনা করেন টি,অই,সি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার রহমান।