ইপেপার । আজ রবিবার, ২৩ মার্চ ২০২৫

ঈদে জায়নামাজ ছাড়া অন্য কিছু নয় : র‌্যাব

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৬:১১:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জুন ২০১৭
  • / ৩৫৪ বার পড়া হয়েছে

সমীকরণ ডেস্ক: ঈদ জামাতে নারী-পুরুষ কাউকেই জায়নামাজ ছাড়া অন্য কিছু না আনার অনুরোধ জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ। গতকাল শুক্রবার জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এ অনুরোধ জানান। তিনি বলেন, ‘নগরবাসীকে ঈদ জামাতে জায়নামাজ ছাড়া কিছু না আনার অনুরোধ জানাচ্ছি। প্রয়োজন না হলে, খাবার পানিও নিয়ে আসবেন না।’এবার রাজধানীর ৪১০টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র‌্যাবও নিরাপত্তা জোরদারে তৎপর রয়েছে বলে জানান বেনজীর আহমেদ। পাশাপাশি শোলাকিয়া ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানান তিনি। ঈদে কোন প্রকার হুমকি না থাকলেও র‌্যাব সদস্যরা সার্বিক অবস্থা সামনে রেখে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজিয়েছে। জঙ্গিদের প্রসঙ্গে র‌্যাব মহাপরিচালক বলেন, গত বছর ১ জুলাই থেকে চলতি বছরের ২৩ জুন পর্যন্ত র‌্যাবে হাতে ১৬০ জন জঙ্গি সদস্য আটক ও ৮ জঙ্গি নিহত হয়েছে। মহাপরিচালক আরও বলেন, ‘এটা শুধু র‌্যাবের তথ্য। আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যান্য বিভাগের হিসাব একত্র করলে এটির সংখ্যা অনেক বড় হবে। দেশের জঙ্গি দমনে আমরা অনেক তৎপর। আমাদের সর্বোচ্চ গোয়েন্দা নজরদারি রয়েছে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

ঈদে জায়নামাজ ছাড়া অন্য কিছু নয় : র‌্যাব

আপলোড টাইম : ০৬:১১:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জুন ২০১৭

সমীকরণ ডেস্ক: ঈদ জামাতে নারী-পুরুষ কাউকেই জায়নামাজ ছাড়া অন্য কিছু না আনার অনুরোধ জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ। গতকাল শুক্রবার জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এ অনুরোধ জানান। তিনি বলেন, ‘নগরবাসীকে ঈদ জামাতে জায়নামাজ ছাড়া কিছু না আনার অনুরোধ জানাচ্ছি। প্রয়োজন না হলে, খাবার পানিও নিয়ে আসবেন না।’এবার রাজধানীর ৪১০টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র‌্যাবও নিরাপত্তা জোরদারে তৎপর রয়েছে বলে জানান বেনজীর আহমেদ। পাশাপাশি শোলাকিয়া ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানান তিনি। ঈদে কোন প্রকার হুমকি না থাকলেও র‌্যাব সদস্যরা সার্বিক অবস্থা সামনে রেখে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজিয়েছে। জঙ্গিদের প্রসঙ্গে র‌্যাব মহাপরিচালক বলেন, গত বছর ১ জুলাই থেকে চলতি বছরের ২৩ জুন পর্যন্ত র‌্যাবে হাতে ১৬০ জন জঙ্গি সদস্য আটক ও ৮ জঙ্গি নিহত হয়েছে। মহাপরিচালক আরও বলেন, ‘এটা শুধু র‌্যাবের তথ্য। আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যান্য বিভাগের হিসাব একত্র করলে এটির সংখ্যা অনেক বড় হবে। দেশের জঙ্গি দমনে আমরা অনেক তৎপর। আমাদের সর্বোচ্চ গোয়েন্দা নজরদারি রয়েছে।’