ইপেপার । আজ সোমবার, ২৪ মার্চ ২০২৫

জীবননগর মুক্তারপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ : একই পরিবারের চারজন আহত : রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:৫৪:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জুন ২০১৭
  • / ৪২২ বার পড়া হয়েছে

জীবননগর অফিস: জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের মুক্তারপুর গ্রামে পুর্ব শত্রুতার জের ধরে একই পরিবারের ৪জনকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে।এই ঘটনার পর থেকে গোটা এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অবশ্য পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।  জানা গেছে, গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের মুক্তারপুর গ্রামের কথিত আ.লীগ নেতা হাবিবুর রহমান হাবু মাস্টার ও মামুন মাস্টারের সাথে পুর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের ফুলচাদ ও শহিদুলের ছেলেদের সাথে সংঘর্ষ বাধে। একপর্যায়ে ফুলচাদের ছেলে মিলু (৪০) শহিদুল (৫৫) মশিয়ার (৪৫) শহিদুলের ছেলে রাজাকে (২০) পিটিয়ে জখম করে হাবু মাস্টার ও মামুন মাস্টারসহ তাদের দলবল। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করে। এবিষয়ে কর্তব্যরত ডা. আতাউর রহমান বলেন, আহত ব্যক্তিদের মাথায় প্রচন্ড চোট লেগেছে এবং প্রতিটি রোগীকে সেলাই দেওয়া হয়েছে, আহতরা আশঙ্কামুক্ত বলেও চিকিৎসক জানান। এদিকে মুক্তারপুর গ্রামে এ সংঘর্ষের সংবাদ শুনে ঘটনা স্থান পরিদর্শন করেন জীবননগর থানার ওসি তদন্ত আব্দুল্লাহ আল মামুন। এবিষয়ে ওসি তদন্ত বলেন, মুক্তারপুর গ্রামের দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। তবে, এবিষয়ে থানায় কোন অভিযোগ করেনি কোন পক্ষ। মামলা বা অভিযোগ হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে। এই ঘটনার পর থেকে গোটা এলাকায় আতঙ্ক বিরাজ করছে। যে কোন সময় ঘটতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

জীবননগর মুক্তারপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ : একই পরিবারের চারজন আহত : রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

আপলোড টাইম : ০৫:৫৪:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জুন ২০১৭

জীবননগর অফিস: জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের মুক্তারপুর গ্রামে পুর্ব শত্রুতার জের ধরে একই পরিবারের ৪জনকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে।এই ঘটনার পর থেকে গোটা এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অবশ্য পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।  জানা গেছে, গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের মুক্তারপুর গ্রামের কথিত আ.লীগ নেতা হাবিবুর রহমান হাবু মাস্টার ও মামুন মাস্টারের সাথে পুর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের ফুলচাদ ও শহিদুলের ছেলেদের সাথে সংঘর্ষ বাধে। একপর্যায়ে ফুলচাদের ছেলে মিলু (৪০) শহিদুল (৫৫) মশিয়ার (৪৫) শহিদুলের ছেলে রাজাকে (২০) পিটিয়ে জখম করে হাবু মাস্টার ও মামুন মাস্টারসহ তাদের দলবল। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করে। এবিষয়ে কর্তব্যরত ডা. আতাউর রহমান বলেন, আহত ব্যক্তিদের মাথায় প্রচন্ড চোট লেগেছে এবং প্রতিটি রোগীকে সেলাই দেওয়া হয়েছে, আহতরা আশঙ্কামুক্ত বলেও চিকিৎসক জানান। এদিকে মুক্তারপুর গ্রামে এ সংঘর্ষের সংবাদ শুনে ঘটনা স্থান পরিদর্শন করেন জীবননগর থানার ওসি তদন্ত আব্দুল্লাহ আল মামুন। এবিষয়ে ওসি তদন্ত বলেন, মুক্তারপুর গ্রামের দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। তবে, এবিষয়ে থানায় কোন অভিযোগ করেনি কোন পক্ষ। মামলা বা অভিযোগ হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে। এই ঘটনার পর থেকে গোটা এলাকায় আতঙ্ক বিরাজ করছে। যে কোন সময় ঘটতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষ।