আলমডাঙ্গায় কৃষকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি : ব্যারিস্টার বাদল রশিদের মৃত্যু বার্ষিকী পালিত
- আপলোড টাইম : ০৫:৫৩:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জুন ২০১৭
- / ৬৫৩ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা অফিস: বাংলাদেশ কৃষকলীগ আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে কৃষক লীগের প্রতিষ্ঠাতা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বাংলাধেম কৃষক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ব্যারিষ্টার বাদল রশীদের ২৪তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। গতকাল আলমডাঙ্গা উপজেলা কৃষক লীগের কার্যালয়ে বিকাল ৫টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষক লীগের সভাপতি এম আজিজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের দপ্তর সম্পাদক অধ্যাপক নাজমুল ইসলাম পানু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি মোহন মিয়া, কেন্দ্রীয কৃষক লীগের সদস্য আসলাম উদ্দিন বিষু। উপজেলা কৃষকলীগের দপ্তর সম্পাদক সাহাবুল হকের উপস্থাপনায় বক্তব্য রাখেন সহ-দপ্তর সম্পাদক বজলুর রহমান, জেলা সদস্য বজলুর রহমান, কৃষক লীগের নেতা মুক্তিযোদ্ধা সৌমেন্দ্র নাথ সাহা, অভিমান্যু কুন্ডু, মুক্তার হোসেন লালু, জহুরুল ইসলাম, ইখতার উদ্দিন, রবিউল ইসলাম, দেলোয়ার হোসেন, আজগর আলী, হাবিব চৌধুরী, আকালে, ইপির আলীম বাবু, লিখন, গঝীর উদ্দিন প্রমূখ। অনুষ্ঠানের দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মো. মোতালেব হোসেন।