ইপেপার । আজ বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

চুয়াডাঙ্গা সুমিরদিয়া ট্র্যাক্টর পরিষ্কারের নোংরা পানি ঘরে পড়ায় বিপত্তি : বড় ভাইয়ের অস্ত্রের কোপে ছোট ভাই ক্ষতবিক্ষত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:৫২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জুন ২০১৭
  • / ৪৬৯ বার পড়া হয়েছে

ঘটনাস্থল থেকে ফিরে মেসো কার্তিক: চুয়াডাঙ্গা পৌর এলাকার সুমিরদিয়ায় ছোট ভাইয়ের ট্র্যাক্টর ধোয়ার নোংরা পানি বড় ভাইয়ের ঘরে পড়ায় দু’ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বড় ভাই ঈসমাইলের ধারালো অস্ত্রের কোপে ছোট ভাই ক্ষতবিক্ষত ঈসরাফিল গুরুতর জখম হয়ে হাসপাতালের বিছানায় যন্ত্রনায় কাতরাচ্ছে। গতকাল জুম্মার নামাজের পূর্বে এঘটনা ঘটে। জানা গেছে, গতকাল জুম্মার নামাজের পূর্বে ছোট ভাই ঈসরাফিল নিজ ট্র্যাক্টর নিজ বাড়ীর পাশে পরিস্কার করছিলো। এসময় ট্র্যাক্টর পরিস্কারের পানি বড় ভাই ঈসমাইলের ঘরের সামনে গড়িয়ে গেলে দুই ভাইয়ের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে বড় ভাই ঈসমাইল ক্ষীপ্ত হয়ে রান্নাঘর থেকে ধারালো বটি নিয়ে এসে ছোট ভাই ঈসরাফিলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে পরিবারের সদস্যরা ঈসরাফিলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বলেন ঈসরাফিলের অবস্থা আশঙ্কাজনক। তার ডান দিকের বুকের উপরের হাড় কেটে অনেকখানি ফুটো হয়ে গেছে এবং ডান পায়ে ৭টি সেলাই দেয়া হয়েছে। তিনি আরো জানান ঈসরাফিলের অবস্থা উন্নতি না হলে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হতে পারে। তবে এ ঘটনাই থানায় কোন অভিযোগ করেনি কোন পক্ষ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গা সুমিরদিয়া ট্র্যাক্টর পরিষ্কারের নোংরা পানি ঘরে পড়ায় বিপত্তি : বড় ভাইয়ের অস্ত্রের কোপে ছোট ভাই ক্ষতবিক্ষত

আপলোড টাইম : ০৫:৫২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জুন ২০১৭

ঘটনাস্থল থেকে ফিরে মেসো কার্তিক: চুয়াডাঙ্গা পৌর এলাকার সুমিরদিয়ায় ছোট ভাইয়ের ট্র্যাক্টর ধোয়ার নোংরা পানি বড় ভাইয়ের ঘরে পড়ায় দু’ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বড় ভাই ঈসমাইলের ধারালো অস্ত্রের কোপে ছোট ভাই ক্ষতবিক্ষত ঈসরাফিল গুরুতর জখম হয়ে হাসপাতালের বিছানায় যন্ত্রনায় কাতরাচ্ছে। গতকাল জুম্মার নামাজের পূর্বে এঘটনা ঘটে। জানা গেছে, গতকাল জুম্মার নামাজের পূর্বে ছোট ভাই ঈসরাফিল নিজ ট্র্যাক্টর নিজ বাড়ীর পাশে পরিস্কার করছিলো। এসময় ট্র্যাক্টর পরিস্কারের পানি বড় ভাই ঈসমাইলের ঘরের সামনে গড়িয়ে গেলে দুই ভাইয়ের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে বড় ভাই ঈসমাইল ক্ষীপ্ত হয়ে রান্নাঘর থেকে ধারালো বটি নিয়ে এসে ছোট ভাই ঈসরাফিলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে পরিবারের সদস্যরা ঈসরাফিলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বলেন ঈসরাফিলের অবস্থা আশঙ্কাজনক। তার ডান দিকের বুকের উপরের হাড় কেটে অনেকখানি ফুটো হয়ে গেছে এবং ডান পায়ে ৭টি সেলাই দেয়া হয়েছে। তিনি আরো জানান ঈসরাফিলের অবস্থা উন্নতি না হলে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হতে পারে। তবে এ ঘটনাই থানায় কোন অভিযোগ করেনি কোন পক্ষ।