পবিত্র লাইলাতুল কদর পালিত : আজ জুমাতুল বিদা
- আপলোড টাইম : ০৫:০০:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০১৭
- / ৪০৯ বার পড়া হয়েছে
সমীকরণ ডেস্ক: যথাযথ ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র লাইলাতুল কদর। গতকাল বৃহস্পতিবার রাত ছিল লাইলাতুল কদর। হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম ও পুণ্যময় এ রাতের ইবাদত। এ জন্য মুসল্লিরা মসজিদে সমবেত হন। মুসলিম নারীরা ঘরে ইবাদত করেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে বিপুলসংখ্যক মুসল্লি রাতভর ইবাদত-বন্দেগি করেন। সারা রাতই রাজধানীর বিভিন্ন কবরস্থানে জিয়ারতকারীদের ভিড় ছিল। ইবাদত-বন্দেগির মধ্যে ছিল কোরআনখানি, নামাজ, জিকির, মিলাদ মাহফিল, দান-খয়রাত, বয়ান ও বিশেষ দোয়া। বিশেষ করে রোজাদার মুসলিমরা শেষ সুযোগ মনে করে এ রাতের মোনাজাতে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চায়। এশা ও তারাবি নামাজের পর শুরু হয় লাইলাতুল কদরের বিশেষ ইবাদত-বন্দেগি। ফজর নামাজের শেষে আখেরি মোনাজাতের মাধ্যমে পবিত্র এ রাতের ইবাদতের সমাপ্তি ঘটে। বায়তুল মোকাররমসহ সব মসজিদে আখেরি মোনাজাতে দেশ ও জাতির এবং মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়। রমজান মাসের এ রাতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর পবিত্র কোরআন নাজিল শুরু হয়েছিল। মহানবী এ রাতে ইবাদতে মশগুল থাকতেন এবং সাহাবিদের বেশি করে ইবাদত-বন্দেগির নির্দেশ দিতেন। আজ শুক্রবার পবিত্র জুমাতুল বিদা। রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদা পালন করা হয়ে থাকে।