চুয়াডাঙ্গায় টেলিটকের কাস্টমার কেয়ার পয়েন্টে আগুন
- আপলোড টাইম : ০৪:৫৬:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০১৭
- / ৪৬২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: টেলিটক’র চুয়াডাঙ্গা জেলার কাস্টমার কেয়ার পয়েন্টে (গ্রাহক সেবাকেন্দ্র) আগুন লেগে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে টাউন ফুটবল মাঠ সংলগ্ন মনিরুল ইসলাম জোয়ার্দ্দারের বাসভবনের নিচ তলায় টেলিটকের কাস্টামার কেয়ারের এসি থেকে আগুনের সূত্রপাত হয়ে বলে জানান সিনিয়র এক্সিকিউটিভ হাসান শাহরিয়ার।
তিনি বলেন, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকালে অফিস খুলে ছিলাম। তারপর এসি অন করতেই আগুনের শিখা বের হতে দেখা যায়। এসময় এসি বন্ধ করে আমি দ্রুত বাহিরে বেরিয়ে ফায়ার সার্ভিসকে খবর দিই। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে হাসান শাহরিয়ার বলেন, এসিরুম হওয়ায় আগুনের লেলিহান শিখা বাইরে বেরুতে পারেনি। ফলে অফিসে থাকা এসি, কম্পিউটার, রাউটার, নতুন সিম, রাউটার, টেলিফোন, প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে যায়। এতে ৫-৭ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে।
এ ব্যাপারে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আব্দুস সালাম এ প্রতিবেদককে বলেন, আগুন লাগার খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনের সূত্রপাত জানতে চাইলে তিনি বলেন, অফিসটিতে এসি ছিলো, এসি চালানোর সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। এসি পুড়তে থাকে তখন নিচে থাকা সোফাতে আগুন লাগে, এক সময় পুরো অফিসটিতে আগুন ছড়িয়ে পড়ে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।