ওয়েব ডিজাইন প্রশিক্ষণের সমাপণী ও সনদপত্র বিতরণ
- আপলোড টাইম : ০৪:৫২:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০১৭
- / ৫০৪ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় নারী আইসিটি ফ্রি-ল্যান্সার এবং উদ্যোক্তাদের কর্মমূখী হতে
ওয়েব ডিজাইন প্রশিক্ষণের সমাপণী ও সনদপত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক: ‘নারী আইসিটি ফ্রি-ল্যান্সার এবং উদ্যোক্তা উন্নয়ন’ প্রকল্পের আওতায় ওয়েব ডিজাইন বিষয়ক প্রশিক্ষণের সমাপণী ও সনদপত্র বিতরণ করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ প্রধান অতিথি থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র তুলে দেন। নারী আইসিটি ফ্রি-ল্যান্সার এবং উদ্যোক্তাদের কর্মমূখী হওয়ার আহ্বান জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শুধু প্রশিক্ষণ নিয়ে ঘরে বসে থাকলেই হবে না। অনলাইনে কাজ করে আয় করতে হবে। প্রমাণ করতে হবে-নারীরা বোঝা নয়, দেশের সম্পদ। বাংলাদেশের জনসংখ্যা তুলনায় বেকারের সংখ্যা বেশি হওয়ায় বৈদেশিক মুদ্রা অর্জনে আউটসোর্সিং বিশেষ ভূমিকা পালন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জসিম উদ্দীন।
উল্লেখ্য, ২০ জন নারী ফ্রি-ল্যান্সার ও উদ্যোক্তাকে ১মাসের প্রশিক্ষণ ও সনদপত্র প্রদান করা হয়। প্রশিক্ষণ প্রাপ্ত নারীরা এই প্রশিক্ষণ যথাযথ ভাবে কাজে লাগাতে পারলে ঘরে বসে অনলাইনে কাজ করে মাসে ৬০-৭০হাজার টাকা আয় করতে পারবে বলে জানা যায়।