জীবননগরে ইমাম বাতায়ন বিষয়ক ওরিয়েন্টেশন
- আপলোড টাইম : ০৪:৪৭:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০১৭
- / ১০৭২ বার পড়া হয়েছে
জীবননগর অফিস: জীবননগরে ইমাম ও মুয়াজ্জেমদের যাবতীয় তথ্যাদি এবং সামজিক বিভিন্ন সংকট দূরীকরণে ইমমা-মুয়াজ্জেমদের ভূমিকা রাখার সুযোগ তৈরীতে একটি ডাকা বেজ তথা ইমাম বাতায়ন তৈরী করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জীবননগর থানা পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে জীবননগর উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজার সভাপতিত্বে এ উপজেলার ২শত ইমামদের নিয়ে ইমাম বাতায়ন বিষায়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দিন আহম্মেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু.মো.আ.লতিফ অমল, জীবননগর থানা পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক আ.সামাদ এ ছাড়াও অনুষ্ঠিত কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওর্য়াডের ২শতাধিক ইমাম-মোয়াজ্জেম উপস্থিত ছিলেন। এসময় তাদের কাছ থেকে ছবি, জাতীয় পরিচয় পত্র ও মোবাইল নাম্বারসহ যাবতীয় তথ্য বিবরণী সংগ্রহ করেন।