ঝিনাইদহে জাসদের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
- আপলোড টাইম : ০৮:৪৬:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১
- / ৮২ বার পড়া হয়েছে
ঝিনাইদহে জাসদের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। গতকাল রোববার বেলা তিনটায় শহরের পায়রা চত্বরে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাম্প্রতিককালে গুজব রটিয়ে বিভিন্ন স্থানে হিন্দুদের পূজামণ্ডপ, মন্দির ও তাদের বাড়ি-ঘরে হামলা ও সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন, র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পায়রা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। জেলা জাসদের সভাপতি চন্দন চক্রবর্তীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জেলা জাসদের সাধারণ সম্পাদক শামীম আখতার বাবু, সহসভাপতি আব্দুল জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খান, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মানিক, দপ্তর সম্পাদক শাহানুর আলম, কোষাধ্যক্ষ মনিরুজ্জামান উজ্জল, ছাত্রলীগের সভাপতি বিদুৎ হোসেন, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ।