ঝিনাইদহে পুরোহিত ও সেবাইতদের ভাতা প্রদান করা হবে
- আপলোড টাইম : ০৮:৪৫:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১
- / ৮৩ বার পড়া হয়েছে
ঝিনাইদহে ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার জেলা প্রশাসকের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও ধর্মবিষয়ক মন্ত্রণালয় এ সভা আয়োজনে করে। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শ্রী নাণ্টু রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম ও জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস। সভায় জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিকসহ ৪৭ জন অংশগ্রহণ করেন। সভা পরিচালনা করেন প্রকল্পের ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের প্রধান সুমন চন্দ্র পাল ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জুনিয়ার কনসালটেন্ট মিথুন কুমার বিশ্বাস। সভায় অবহিত করা হয়- ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প-২ এর আওতায় হিন্দু আইন ও পূজা পদ্ধতি, ভূমি আইন, আইসিটি ও ডিজিটাল বাংলাদেশ, খাদ্য পুষ্টি ও স্বাস্থ্যসেবা, সামাজিক মূল্যবোধ, কৃষি ও বনায়ন এবং গবাদিপশু পালন বিষয়ে প্রতি জেলায় ১ শ জন পুরোহিত ও ১ শ জন সেবাইতকে প্রশিক্ষণ প্রদান করা হবে। এছাড়া প্রতি জেলায় ২৫ জন পুরোহিত ও সেবাইতকে মাসে ৭ শ টাকা ভাতা প্রদান করা হবে।