মুজিবনগরে বিনামূল্যে বীজ বিতরণ ও কৃষক প্রশিক্ষন
- আপলোড টাইম : ০৫:২১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০১৭
- / ৩৭৭ বার পড়া হয়েছে
মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগর উপজেলা কৃষি অফিসের আয়োজনে চাষী পর্যায়ে উন্নত মানের ধান বীজ উৎপাদনের নিমিত্তে গতকাল বুধবার বিভিন্ন গ্রামের বাছাইকৃত ৩০ জন প্রদর্শনীভূক্ত কৃষকের প্রত্যেকের নিকট ১০ কেজি করে রোপা আমন ধানের ভিত্তি বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসার মুহ: মোফাক্খারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তালিকাভূক্ত এসব কৃষক-কৃষানীর মাঝে ভিত্তি বীজ বিতরণ করেন। এ সময় তিনি এ প্রতিবেদককে জানান কৃষি উৎপাদন বৃদ্ধির অন্যতম উপকরণ হলো গুনগত মান সম্পন্ন ভালো জাতের বীজ। ভালো মানের বীজ না পেয়ে কৃষকরা অনেক সময় প্রতারনার স্বীকার হয়। এ সমস্যা দুর করার জন্য কৃষকদের হাতে রোপা আমন ধানের ভিত্তি বীজ দেওয়া হলো। পরবর্তীতে তাদের বিনামূল্যে সার দেয়া হবে এবং ইতিমধ্যে ধান উৎপাদন সম্পর্কিত প্রশিক্ষন দেয়া হয়েছে। এছাড়া মাঠ পর্যায়ে উপ সহকারী কৃষি অফিসারগণ সব সময় কৃষকদের পাশে থেকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবেন। আশা করি কৃষক ভাইয়েরা এখন থেকে নিজেরা নিজেদের বীজ উৎপাদন, সংরক্ষন এবং বিপনন করতে পারবেন। এ সময় বিভিন্ন ব্লকের উপ সহকারী কৃষি অফিসার ছাড়াও বিশেষ অতিথি ছিলেন বীজ প্রত্যয়ন কর্মকর্তা, কৃষিবিদ মামুনুর রশিদ। উপস্থিত কৃষকদের সাথে আলাপকালে জানা যায় সময়মত ভিত্তি বীজ এবং প্রশিক্ষণ পেয়ে তারা খুব খুশি।
গতকাল অন্য আরেকটি প্রোগ্রামে উপজেলা কৃষক প্রশিক্ষন হলরুমে এনএটিপি ফেজ-২ প্রকল্পের সিআইজিভূক্ত কৃষকদেরকে কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধির আধুনিক প্রযুক্তি শীর্ষক প্রশিক্ষন প্রদান করা হয়েছে। এতে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত ৩০ জন সিআইজভূক্ত কৃষক কৃষানী অংশগ্রহন করে।