ইপেপার । আজ শনিবার, ২২ মার্চ ২০২৫

চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলায় ইমাম বাতায়ন বিষয়ক ওরিয়েন্টশন : ডাটা বেজের আওতায় ৫ শতাধিক ইমাম-মোয়াজ্জিন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:১৩:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০১৭
  • / ৪৯৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দেশের সকল ইমাম-মোয়াজ্জেনদের যাবতীয় তথ্যাদি সরকারের নখদর্পণে রাখতে, তাদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে, আর্থ সামাজিক প্রেক্ষাপটে ইমাম সাহেবদেরকে সম্পৃক্ত করা এবং সামাজিক বিভিন্ন সংকট দূরীকরণে ইমাম-মোয়াজ্জেমদের ভূমিকা রাখার সুযোগ তৈরীতে একটি ডাটা বেজ তথা ইমাম বাতায়ন তৈরী করা হয়েছে।
ইমাম বাতায়নে জেলার চারটি উপজেলার কয়েক হাজার ইমামদের পর্যায়ক্রমে ডাটা বেজের আওতায় নিয়ে আসার লক্ষ্যে ১ম দফায় সদর উপজেলার ৫ শতাধিক ইমাম-মোয়াজ্জেনকে ইমাম বাতায়ন বিষয়ক ওরিয়েন্টশন কর্মশালায় সম্পৃক্ত করানো হয়েছে।
গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিক ভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। জেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানা গেছে।
চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ হলরুমে সদর উপজেলা নির্বাহী অফিসার মৃণাল কান্তি দে’র সভাপতিত্বে ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথি থেকে জেলা সদরের ইমাম-মোয়াজ্জেনদের ডাটা বেজ তৈরী কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। সহকারী কমিশনার (তথ্য ও প্রযুক্তি) সুচিত্র রঞ্জন দাস’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গা’র উপ পরিচালক এ.বি.এম রবিউল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, উপজেলা যুব উন্নয়ন অফিসার জাহাঙ্গীর আলম।
এ ছাড়াও অনুষ্ঠিত কর্মশালায় জেলা সদরের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের ৫ শতাধিক ইমাম-মোয়াজ্জেনগণ উপস্থিত ছিলেন। এ সময় তাদের কাছ থেকে ছবি ও পরিচয় বিবরণী সংগ্রহ করেন উপজেলা ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা।
আলমডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, গতকাল সকাল ১০ টায় আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় হলরুমে  ” ইমাম বাতায়ন বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা ” অনুষ্টিত হয়েছে।আলমডাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার আজাদ জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, মহিলা ভাইস চেয়ারম্যান শামিম আরা। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন উপজেলা সমাজ সেবা অফিসার আবু তালেব।
প্রধান অতিথি ইমামদের উদ্দেশ্যে বলেন, আপনারা যারা সরকার নিবন্ধিত কাজী তারা নিজেরা ছাড়া সহকারি দিয়ে বিবাহ পড়াবেন না। যদি সহকারি রাখেন অথবা রেজিস্টাট বই একটার উপর ২টা বা ৩টা থাকে তার বিরুদ্ধে কঠোর কঠোর ব্যবস্থা গ্রহনের কথা বলেন জেলা প্রশাসক। এসময় ও জেলা প্রশাসক সকল ইমামদের জুম্মার খুতবার আগে জঙ্গি বিরোধী সচেতনতা বৃদ্ধি হাদিস কোরআনের আলোকে আলোচনা করার জন্যও অনুরোধ করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলায় ইমাম বাতায়ন বিষয়ক ওরিয়েন্টশন : ডাটা বেজের আওতায় ৫ শতাধিক ইমাম-মোয়াজ্জিন

আপলোড টাইম : ০৫:১৩:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০১৭

নিজস্ব প্রতিবেদক: দেশের সকল ইমাম-মোয়াজ্জেনদের যাবতীয় তথ্যাদি সরকারের নখদর্পণে রাখতে, তাদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে, আর্থ সামাজিক প্রেক্ষাপটে ইমাম সাহেবদেরকে সম্পৃক্ত করা এবং সামাজিক বিভিন্ন সংকট দূরীকরণে ইমাম-মোয়াজ্জেমদের ভূমিকা রাখার সুযোগ তৈরীতে একটি ডাটা বেজ তথা ইমাম বাতায়ন তৈরী করা হয়েছে।
ইমাম বাতায়নে জেলার চারটি উপজেলার কয়েক হাজার ইমামদের পর্যায়ক্রমে ডাটা বেজের আওতায় নিয়ে আসার লক্ষ্যে ১ম দফায় সদর উপজেলার ৫ শতাধিক ইমাম-মোয়াজ্জেনকে ইমাম বাতায়ন বিষয়ক ওরিয়েন্টশন কর্মশালায় সম্পৃক্ত করানো হয়েছে।
গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিক ভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। জেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানা গেছে।
চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ হলরুমে সদর উপজেলা নির্বাহী অফিসার মৃণাল কান্তি দে’র সভাপতিত্বে ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথি থেকে জেলা সদরের ইমাম-মোয়াজ্জেনদের ডাটা বেজ তৈরী কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। সহকারী কমিশনার (তথ্য ও প্রযুক্তি) সুচিত্র রঞ্জন দাস’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গা’র উপ পরিচালক এ.বি.এম রবিউল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, উপজেলা যুব উন্নয়ন অফিসার জাহাঙ্গীর আলম।
এ ছাড়াও অনুষ্ঠিত কর্মশালায় জেলা সদরের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের ৫ শতাধিক ইমাম-মোয়াজ্জেনগণ উপস্থিত ছিলেন। এ সময় তাদের কাছ থেকে ছবি ও পরিচয় বিবরণী সংগ্রহ করেন উপজেলা ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা।
আলমডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, গতকাল সকাল ১০ টায় আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় হলরুমে  ” ইমাম বাতায়ন বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা ” অনুষ্টিত হয়েছে।আলমডাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার আজাদ জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, মহিলা ভাইস চেয়ারম্যান শামিম আরা। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন উপজেলা সমাজ সেবা অফিসার আবু তালেব।
প্রধান অতিথি ইমামদের উদ্দেশ্যে বলেন, আপনারা যারা সরকার নিবন্ধিত কাজী তারা নিজেরা ছাড়া সহকারি দিয়ে বিবাহ পড়াবেন না। যদি সহকারি রাখেন অথবা রেজিস্টাট বই একটার উপর ২টা বা ৩টা থাকে তার বিরুদ্ধে কঠোর কঠোর ব্যবস্থা গ্রহনের কথা বলেন জেলা প্রশাসক। এসময় ও জেলা প্রশাসক সকল ইমামদের জুম্মার খুতবার আগে জঙ্গি বিরোধী সচেতনতা বৃদ্ধি হাদিস কোরআনের আলোকে আলোচনা করার জন্যও অনুরোধ করেন।