ইপেপার । আজ শুক্রবার, ২১ মার্চ ২০২৫

আলমডাঙ্গার শিবপুরের কুয়াতলা মাঠে জমি নিয়ে বিরোধ : প্রতিপক্ষের হামলায় ৬ ভাই আহত : থানায় মামলা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:১২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০১৭
  • / ৪৭২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গার শিবপুরে জমিজমা নিয়ে বিরোধে একই পরিবারের ৬ জনকে মারপিট করেছে প্রতিপক্ষরা। গতকাল বুধবার সকালে শিবপুর গ্রামের কুয়াতলা মাঠে নিজ জমিতে কলাগাছ লাগাতে গিয়ে বাঁধা দেয়ায় এ ঘটনা ঘটে। প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত অবস্থায় ৬ ভাইকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়।
জানা গেছে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার শিবপুর গ্রামের কুয়াতলা মাঠে নিজের জমিতে কলাগাছ লাগাতে যান গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলেরা। এসময় ওই জমি নিজেদের দাবি করে কলাগাছ লাগাতে বাঁধা দেয় প্রতিপক্ষ তাইজেল, আয়ুব ও সিদ্দিকসহ কয়েকজন। তাদের মধ্যে শুরু হয় বাকবিত-া। এসময় প্রতিপক্ষ আব্দুর রহিম বক্সে ছেলে তাইজেল, জদ আলীর ছেলে আয়ুব, সিদ্দিক ও আবু, আইন্দিপুরের আনছার আলীর ছেলে ইদ্রিস, মৃত কায়েম কাইয়ুম আলীর ছেলে সাদেক ও হাশেম এবং রইচ ও আবুছদ্দী আকস্মিক তাদের ওপর হামলা চালায়। লাঠি, হাসুয়া, দা, ফালা নিয়ে জমির প্রকৃত মালিক ছয় ভাইকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা। আহতরা হলেন, আলমডাঙ্গার খাদিমপুর ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে সাবেক ইউপি সদস্য হাফিজুর রহমান (৬০), সাবেক ইউপি সদস্য মিনারুল ইসলাম (৪৫), মাহবুবুর রহমান (৫৫), হামিদুল হক (৫০), সাজেদুর রহমান (৪০) ও শহিদুর রহমান (৪৫)। পরে তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত ৬ ভাইয়ের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
আহতরা জানান, কুয়াতলা মাঠের ওই জমি নিয়ে আদালতে একটি মামলা করে প্রতিপক্ষরা। গত মঙ্গলবার দুই পক্ষের লোকজনকে ডেকে আলমডাঙ্গা থানার ওসি বিষয়টি মিমাংসা করে দেন। ওই জমি নিয়ে ঝামেলা না করে প্রকৃত মালিক মৃত আতিয়ার রহমানের ছেলেদের চাষাবাদ করার জন্যও বলেন। বিষয়টি তখন মেনে নিলেও বুধবার সকালে ওই জমিতে কলাগাছ লাগাতে গেলে হামলা চালিয়ে আতিয়ার রহমানের ৬ ছেলেকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে তারা। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তাদের স্বজনরা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

আলমডাঙ্গার শিবপুরের কুয়াতলা মাঠে জমি নিয়ে বিরোধ : প্রতিপক্ষের হামলায় ৬ ভাই আহত : থানায় মামলা

আপলোড টাইম : ০৫:১২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০১৭

নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গার শিবপুরে জমিজমা নিয়ে বিরোধে একই পরিবারের ৬ জনকে মারপিট করেছে প্রতিপক্ষরা। গতকাল বুধবার সকালে শিবপুর গ্রামের কুয়াতলা মাঠে নিজ জমিতে কলাগাছ লাগাতে গিয়ে বাঁধা দেয়ায় এ ঘটনা ঘটে। প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত অবস্থায় ৬ ভাইকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়।
জানা গেছে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার শিবপুর গ্রামের কুয়াতলা মাঠে নিজের জমিতে কলাগাছ লাগাতে যান গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলেরা। এসময় ওই জমি নিজেদের দাবি করে কলাগাছ লাগাতে বাঁধা দেয় প্রতিপক্ষ তাইজেল, আয়ুব ও সিদ্দিকসহ কয়েকজন। তাদের মধ্যে শুরু হয় বাকবিত-া। এসময় প্রতিপক্ষ আব্দুর রহিম বক্সে ছেলে তাইজেল, জদ আলীর ছেলে আয়ুব, সিদ্দিক ও আবু, আইন্দিপুরের আনছার আলীর ছেলে ইদ্রিস, মৃত কায়েম কাইয়ুম আলীর ছেলে সাদেক ও হাশেম এবং রইচ ও আবুছদ্দী আকস্মিক তাদের ওপর হামলা চালায়। লাঠি, হাসুয়া, দা, ফালা নিয়ে জমির প্রকৃত মালিক ছয় ভাইকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা। আহতরা হলেন, আলমডাঙ্গার খাদিমপুর ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে সাবেক ইউপি সদস্য হাফিজুর রহমান (৬০), সাবেক ইউপি সদস্য মিনারুল ইসলাম (৪৫), মাহবুবুর রহমান (৫৫), হামিদুল হক (৫০), সাজেদুর রহমান (৪০) ও শহিদুর রহমান (৪৫)। পরে তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত ৬ ভাইয়ের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
আহতরা জানান, কুয়াতলা মাঠের ওই জমি নিয়ে আদালতে একটি মামলা করে প্রতিপক্ষরা। গত মঙ্গলবার দুই পক্ষের লোকজনকে ডেকে আলমডাঙ্গা থানার ওসি বিষয়টি মিমাংসা করে দেন। ওই জমি নিয়ে ঝামেলা না করে প্রকৃত মালিক মৃত আতিয়ার রহমানের ছেলেদের চাষাবাদ করার জন্যও বলেন। বিষয়টি তখন মেনে নিলেও বুধবার সকালে ওই জমিতে কলাগাছ লাগাতে গেলে হামলা চালিয়ে আতিয়ার রহমানের ৬ ছেলেকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে তারা। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তাদের স্বজনরা।