ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মুজিবনগরে চার ইউনিয়নে প্রার্থিতা প্রত্যাহার করলেন যারা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৫৯:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১
  • / ৩৭ বার পড়া হয়েছে

প্রতিবেদক, মুজিবনগর:
আসন্ন মুজিবনগর উপজেলার ৪ ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে চেয়ারম্যান পদে মোট ৪ জন, ওয়ার্ড সদস্য পদে ১২ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। গতকাল মঙ্গলবার মুজিবনগর উপজেলা নির্বাচন অফিসার মেহেদী হাসান এ তথ্য জানান।

জানা যায়, দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন ৬ জন। এরা হলেন- নৌকার প্রার্থী মো. মোস্তাকিম, বিদ্রোহী প্রার্থী মোয়াজ্জেম হোসেন লাবুল, এএসএম মাহাবুব আলম এবং স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান তৌফিকুল বারী বকুল, মনজুরুল হক ও আবুল কাশেম। এদের মধ্যে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এদের মধ্যে বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক এএসএম মাহাবুব আলমের মনোনয়নপত্র বাতিল হয়েছে। তবে এ ইউনিয়নের ওয়ার্ড সদস্য প্রার্থী ২ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

মোনাখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫ জন। এরা হলেন- নৌকার প্রার্থী রফিকুল ইসলাম গাইন ওরফে রফা, বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ, সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম মোল্লা, মাহাবুবুব রহমান ও জামায়াত নেতা খান জাহান আলী। এদের সকলের মনোনয়নপত্র বৈধ হলেও জামায়াত নেতা খান জাহান আলী তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এদিকে, এ ইউনিয়নের ওয়ার্ড সদস্য প্রার্থী একজন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

বাগোয়ান ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫ জন। এরা হলেন- নৌকার প্রার্থী সাবেক ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কুতুব উদ্দীন, বিদ্রোহী প্রার্থী আয়ূব হোসেন, জাহাঙ্গীর হোসেন, শায়েস্তা খান ও বর্তমান জেলা পরিষদের সদস্য শাহিন উদ্দীন। তবে গতকাল জাহাঙ্গীর হোসেন, শায়েস্তা খান ও বর্তমান জেলা পরিষদের সদস্য শাহিন উদ্দীন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এদিকে ওয়ার্ড সদস্য পদে ৬ জন তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন।

মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন ৪ জন। এরা হলেন- নৌকার প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউর রহমান নান্নু, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলহাজ মো. আমাম হোসেন মিলু, মিসকিন মোহাম্মদ ও স্বতন্ত্র প্রার্থী তোফাজ্জেল হোসেন। এদের ৪ জনের মধ্যে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেনি। তবে এ ইউনিয়নের মোট ৯টি ওয়ার্ডের সদস্য পদে ৬ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মুজিবনগরে চার ইউনিয়নে প্রার্থিতা প্রত্যাহার করলেন যারা

আপলোড টাইম : ০৮:৫৯:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১

প্রতিবেদক, মুজিবনগর:
আসন্ন মুজিবনগর উপজেলার ৪ ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে চেয়ারম্যান পদে মোট ৪ জন, ওয়ার্ড সদস্য পদে ১২ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। গতকাল মঙ্গলবার মুজিবনগর উপজেলা নির্বাচন অফিসার মেহেদী হাসান এ তথ্য জানান।

জানা যায়, দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন ৬ জন। এরা হলেন- নৌকার প্রার্থী মো. মোস্তাকিম, বিদ্রোহী প্রার্থী মোয়াজ্জেম হোসেন লাবুল, এএসএম মাহাবুব আলম এবং স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান তৌফিকুল বারী বকুল, মনজুরুল হক ও আবুল কাশেম। এদের মধ্যে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এদের মধ্যে বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক এএসএম মাহাবুব আলমের মনোনয়নপত্র বাতিল হয়েছে। তবে এ ইউনিয়নের ওয়ার্ড সদস্য প্রার্থী ২ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

মোনাখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫ জন। এরা হলেন- নৌকার প্রার্থী রফিকুল ইসলাম গাইন ওরফে রফা, বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ, সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম মোল্লা, মাহাবুবুব রহমান ও জামায়াত নেতা খান জাহান আলী। এদের সকলের মনোনয়নপত্র বৈধ হলেও জামায়াত নেতা খান জাহান আলী তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এদিকে, এ ইউনিয়নের ওয়ার্ড সদস্য প্রার্থী একজন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

বাগোয়ান ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫ জন। এরা হলেন- নৌকার প্রার্থী সাবেক ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কুতুব উদ্দীন, বিদ্রোহী প্রার্থী আয়ূব হোসেন, জাহাঙ্গীর হোসেন, শায়েস্তা খান ও বর্তমান জেলা পরিষদের সদস্য শাহিন উদ্দীন। তবে গতকাল জাহাঙ্গীর হোসেন, শায়েস্তা খান ও বর্তমান জেলা পরিষদের সদস্য শাহিন উদ্দীন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এদিকে ওয়ার্ড সদস্য পদে ৬ জন তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন।

মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন ৪ জন। এরা হলেন- নৌকার প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউর রহমান নান্নু, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলহাজ মো. আমাম হোসেন মিলু, মিসকিন মোহাম্মদ ও স্বতন্ত্র প্রার্থী তোফাজ্জেল হোসেন। এদের ৪ জনের মধ্যে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেনি। তবে এ ইউনিয়নের মোট ৯টি ওয়ার্ডের সদস্য পদে ৬ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।