ইপেপার । আজ শনিবার, ২২ মার্চ ২০২৫

দর্শনায় আল আমিন ফার্মেসীতে ৪৬ হাজার টাকার ঔষধ খোয়া

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:৩৬:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ জুন ২০১৭
  • / ৩৩১ বার পড়া হয়েছে

20170620_223319ওয়াসিম রয়েল: দর্শনায় ঔষধের দোকান গুলোতে প্রতারনা চক্রের আনাগোনার কথা শোনা গেলেও এযাবত কোন ধরনের বড় প্রতারনার কথা শোনা যায়নি। তবে গতকাল বিকালের দিকে দর্শনা রেলবাজার বটতলা সংলগ্ন আল আমিন ফার্মেসীর মালিক জুয়েল রানার অসাবধানতায় প্রতারক চক্রের শিকার হয়ে ৪৬ হাজার টাকার ঔষধ খোয়া দিয়েছে।
জানা গেছে, দামুড়হুদা উপজেলার দর্শনায় প্রতারনা চক্রের একটি দল গতকাল দুপুর থেকে দর্শনা রেল বাজারের বিভিন্ন ঔষধের দোকানে প্রতারনা করার সুযোগ নেয়। আল-আমিন ফার্মেসীতে প্রতারনা করার আগে প্রথমে আলো ফার্মেসীতে যায় প্রতারক চক্রের একজন। সেখানে তেমন কোন সুযোগ না পেয়ে পরে আসছি বলে চলে যায়। আল আমিন ফার্মেসীতে ওষধের অর্ডার দেয় প্রতারকরা। পরে দুইটি প্যাকেটে দুই রকম ঔষধ প্যাকিং করে সামনে রাখে দোকানদার। ভিড়ের মধ্যে প্রতারক চক্রের এক সদস্য ৩৩৩টাকা বিল দিয়ে ৪৬১৮৭টাকার প্যাকেটটি নিয়ে চলে যায়। অপর এক সদস্য বিকাশ থেকে টাকা তুলে নিয়ে আসি বলে নির্বিঘেœ পালিয়ে যায়। অনেক্ষন পরে যখন না আসে তখন দোকানদার প্যাকেটটি খুলে ঔষধ গুলো বের করে সাজাতে গিয়ে দেখে ঐ প্যাকেটে ৩৩৩টাকার ঔষধ রয়েছে। তখন দোকানদার বুঝতে পারে সে প্রতারনার শিকার হয়েছে। এ ঘটনা রাত সাড়ে ৮টার সময় দর্শনা তদন্ত কেদ্রের অফিসার ইনচার্জ শোনিত কুমার জানতে পেয়ে ঘটনাস্থলে এসে দোকনদারের নিকট ঘটনার বিস্তারিত শোনেন এবং একটি লিখিত অভিযোগ করতে বলে। এরপর সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ থেকে প্রতারকের ছবি সংগ্রহ করা হয়। প্রতারকদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ বলে জানা গেছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

দর্শনায় আল আমিন ফার্মেসীতে ৪৬ হাজার টাকার ঔষধ খোয়া

আপলোড টাইম : ০৫:৩৬:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ জুন ২০১৭

20170620_223319ওয়াসিম রয়েল: দর্শনায় ঔষধের দোকান গুলোতে প্রতারনা চক্রের আনাগোনার কথা শোনা গেলেও এযাবত কোন ধরনের বড় প্রতারনার কথা শোনা যায়নি। তবে গতকাল বিকালের দিকে দর্শনা রেলবাজার বটতলা সংলগ্ন আল আমিন ফার্মেসীর মালিক জুয়েল রানার অসাবধানতায় প্রতারক চক্রের শিকার হয়ে ৪৬ হাজার টাকার ঔষধ খোয়া দিয়েছে।
জানা গেছে, দামুড়হুদা উপজেলার দর্শনায় প্রতারনা চক্রের একটি দল গতকাল দুপুর থেকে দর্শনা রেল বাজারের বিভিন্ন ঔষধের দোকানে প্রতারনা করার সুযোগ নেয়। আল-আমিন ফার্মেসীতে প্রতারনা করার আগে প্রথমে আলো ফার্মেসীতে যায় প্রতারক চক্রের একজন। সেখানে তেমন কোন সুযোগ না পেয়ে পরে আসছি বলে চলে যায়। আল আমিন ফার্মেসীতে ওষধের অর্ডার দেয় প্রতারকরা। পরে দুইটি প্যাকেটে দুই রকম ঔষধ প্যাকিং করে সামনে রাখে দোকানদার। ভিড়ের মধ্যে প্রতারক চক্রের এক সদস্য ৩৩৩টাকা বিল দিয়ে ৪৬১৮৭টাকার প্যাকেটটি নিয়ে চলে যায়। অপর এক সদস্য বিকাশ থেকে টাকা তুলে নিয়ে আসি বলে নির্বিঘেœ পালিয়ে যায়। অনেক্ষন পরে যখন না আসে তখন দোকানদার প্যাকেটটি খুলে ঔষধ গুলো বের করে সাজাতে গিয়ে দেখে ঐ প্যাকেটে ৩৩৩টাকার ঔষধ রয়েছে। তখন দোকানদার বুঝতে পারে সে প্রতারনার শিকার হয়েছে। এ ঘটনা রাত সাড়ে ৮টার সময় দর্শনা তদন্ত কেদ্রের অফিসার ইনচার্জ শোনিত কুমার জানতে পেয়ে ঘটনাস্থলে এসে দোকনদারের নিকট ঘটনার বিস্তারিত শোনেন এবং একটি লিখিত অভিযোগ করতে বলে। এরপর সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ থেকে প্রতারকের ছবি সংগ্রহ করা হয়। প্রতারকদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ বলে জানা গেছে।