এবার মেহেরপুরে ছেলেধরা গুজব!
- আপলোড টাইম : ০৫:৩৪:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ জুন ২০১৭
- / ৪৫০ বার পড়া হয়েছে
যাকাত ফিৎরার আশায় রাধাকান্তপুর যেয়ে চুয়াডাঙ্গার তিন মহিলা আটক
এবার মেহেরপুরে ছেলেধরা গুজব!
গুজবে কান না দেওয়ার আহ্বান মেহেরপুর সদর থানার ওসির
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলার বিভিন্ন গ্রামে ছেলে ধরা গুজবে সবার মাঝে আতঙ্ক বিরাজ করছে। এই গুজব আতঙ্কে সদর উপজেলা রাধাকান্তপুর গ্রামে সন্দেহজনক ৩জন মহিলাকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী। গতকাল মঙ্গবাল দুপুরে এঘটনা ঘটে। আটককৃতরা হলেন, চুয়াডাঙ্গা শহরের স্টেশনপাড়ার শাহাজান আলীর স্ত্রী রোজিনা খাতুন (৩৮), বড় বাজারপাড়ার কাউছার আলীর স্ত্রী মোমেনা খাতুন (৪০) এবং একইপাড়ার কায়েম আলীর স্ত্রী মালেকা খাতুন(৩৫)।
তবে আটককৃতরা নিজেদের নির্দোষ দাবি করে বলেন, আমরা গরিব মানুষ। এলাকায়, বোতল, পলিথিন কাগজ , বিভিন্ন ভাংড়ি জিনিস কুড়িয়ে বিক্রয় করে থাকি এবং এই ঈদে যদি কারো কাছে যাকাত/ফিতরা পায় এই জন্য মানুষের দারে দারে ঘুরে বেড়াচ্ছি। কতিপয় লোকজন তাদের বিরুদ্ধে মিথ্যা ছেলে ধরা অপবাদ দিয়ে পুলিশে দিয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, ছেলে ধরা সন্দেহে ৩ জন মহিলাকে আটক করে রাখে স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে পৌছে তাদের উদ্ধার করে থানায় নেয়। আটককৃতদের বিষয়ে খোঁজ খবর নিয়ে তাদের পরিবারকে জানানো হয়। তিনি আরো বলেন ছেলেধরা বলে যে গুজব উঠেছে সেটা সঠিক না । এখন প্রযর্ন্ত ছেলে হারিছে এমনটি খবর পাওয়া যায়নি। এবিষয়ে ভয়ের কোন কারন নাই।