চুয়াডাঙ্গায় ছিনতাই-ডাকাতি রোধে নিয়োজিত পুলিশের অতিরিক্ত টিম
- আপলোড টাইম : ০৫:২৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ জুন ২০১৭
- / ৩৯৮ বার পড়া হয়েছে
ঈদকে সামনে রেখে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে জেলা পুলিশের বিশেষ পদক্ষেপ
চুয়াডাঙ্গায় ছিনতাই-ডাকাতি রোধে নিয়োজিত পুলিশের অতিরিক্ত টিম
নিজস্ব প্রতিবেদক: ঈদকে সামনে রেখে চুয়াডাঙ্গার মার্কেটসহ শহর ও আশপাশ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মার্কেটগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে রমজানের প্রথমদিকে শুরু হওয়া পুলিশি পাহারা চলবে পুরো রমজানজুড়ে। ছিনতাই, পকেটমার, মলমপার্টি বা অজ্ঞানপার্টি, জালটাকা কারবারীসহ কোন প্রতারকচক্র যেনো মার্কেটগুলোতে অপতৎপরতা রুখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া, ঈদকে সামনে রেখে চুয়াডাঙ্গা শহরসহ আশপাশ এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শহরে নিয়মিত দায়িত্বে থাকা সকল টিমসহ মাঠে নেমেছে পুলিশের অতিরিক্ত ৬/৭টি টিম।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গা শহরের মার্কেটগুলোতে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি মার্কেটের চারপাশে ট্রাফিক ব্যবস্থাও জোরদার করা হয়েছে। প্রতিটি মার্কেটের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক রয়েছে পুলিশি পাহারা। সাথে নারী পুলিশ সদস্যও রয়েছেন দায়িত্বে। মার্কেটসহ আশপাশ এলাকায় ইভটিজিং প্রতিরোধেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। মার্কেটগুলোতে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে রয়েছে পুলিশের চারটি বিশেষ দল। রাতে কেনাকাটার পর নিরাপদে বাড়ি ফেরা নিশ্চিত করতে শহরে রয়েছে টহল পুলিশের একাধিক দল। একই সাথে এসব স্থানে পকেটমার, ছিনতাইকারী ও অজ্ঞান-মলম পার্টি প্রতিরোধে পোষাকধারী পুলিশের পাশাপাশি নিয়োজিত রয়েছে গোয়েন্দা পুলিশ।
এদিকে, চুয়াডাঙ্গা পুলিশ সুপার নিজাম উদ্দীনের নির্দেশে এলাকায় ছিনতাই, ডাকাতিসহ অন্যান্য অপরাধমূলক কর্মকা- প্রতিরোধে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শহরবাসী, ব্যবসায়ী ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিতে এটি ঈদের পরেও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। বিভিন্ন এলাকায় নিয়মিত দায়িত্বে থাকা পুলিশের সকল পার্টির সাথে বাড়তি যুক্ত হয়েছে পুলিশের আরও ৬/৭টি দল। চুয়াডাঙ্গার বেলগাছী, মাখালডাঙ্গাসহ অপরাধ প্রবণ বিভিন্ন এলাকায় বাড়তি পুলিশি পাহারাসহ রয়েছে বিশেষ নজরদারি। এছাড়া, ছিনতাই-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ রোধে শহর ও আশপাশ এলাকার সড়ক-মহাসড়কে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে।
পুলিশ সুপারের নির্দেশে পুলিশের টহল টিমের পাশাপাশি সদর থানার ৭/৮টি অতিরিক্ত টিম বিভিন্ন এলাকায় দায়িত্বে রয়েছে। এছাড়া, পাড়া-মহল্লার জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে মোটরসাইকেল নিয়ে মহল্লার অলিগলিতেও পুলিশি টহল চলছে বলে জানিয়েছে সদর থানা পুলিশ।