রবি বাবুর অকালমৃত্যু: বিভিন্ন মহলের শোক
- আপলোড টাইম : ০৫:২৮:২০ পূর্বাহ্ন, বুধবার, ২১ জুন ২০১৭
- / ৩৪৫ বার পড়া হয়েছে
দামুড়হুদার নাটুদহ ইউপির ২নং ওয়ার্ড মেম্বার ও এলাকার সবার প্রিয়
রবি বাবুর অকালমৃত্যু: বিভিন্ন মহলের শোক
কার্পাসডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য রবিউল ইসলাম রবি বাবু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে….রাজেউন)। গতকাল মঙ্গলবার রবি বাবুর শারিরিক অবস্থার অবনতি দেখা দিলে দুপুর ৩টার দিকে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর। তিনি বেশ কিছু দিন ধরে কিডনি জনিত রোগে ভুগছিলেন। রবি বাবু নাটুদহ ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের নির্বাচি মেম্বার ছিলেন। গতকাল সন্ধ্যা ৬টায় জগন্নাথপুর কবরস্থানে নামাজের জানাযা শেষে তার দাফনকার্য সম্পন্ন করা হয়। রবি বাবু জগন্নাথপুরে গ্রামের মৃত মসলেম উদ্দিনের ছেলে। ৫ ভাই ১ বোনের মধ্যে রবি বাবু সবার ছোট। রবি বাবুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর বন্ধুরা স্মৃতি চারন করতে গিয়ে কান্না জড়িত কন্ঠে বলেন রবির অকাল মৃত্যু তার ভাইদের অবহেলার কারনে হয়েছে। তার ভাইয়েরা তার কোন খোঁজ নিতো না। অসুস্থ্য অবস্থায় পানি পিপাসা লাগলে তাকে কেউ পানি পর্যন্ত দেয়নি। তিনি নিজেই অসুস্থ শরীরে তৃষ্ণার পানি টিউবওয়েল থেকে আনতে গিয়ে পড়ে গিয়ে চোখে আঘাতও পান। রবি বিয়ে করেননি। এলাকার সবার প্রিয় রবির মৃত্যুতে নাটুদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফি উদ্দিন, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার বার্তা সম্পাদক হুসাইন মালিক, শিক্ষক কালাম, লাভলু, কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজের ক্রীড়া শিক্ষক সাইফুল ইসলাম, কার্পাসডাঙ্গা সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি এমএ জলিল, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শরীফ রতন, সাংবাদিক মেহেদী হাসান মিলন, সাংবাদিক সুলতান জসিম গভীর শোক জানিয়েছেন।