মন্দির ও বাড়ি-ঘরে হামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
- আপলোড টাইম : ০৮:২৬:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১
- / ৮৩ বার পড়া হয়েছে
ঝিনাইদহ অফিস:
দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদে উপাসনালয় ও বাড়িঘরে হামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল রোববার সকালে শহরের হামদহ মোড়ে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) জেলা শাখা। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতৃবৃন্দসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা অংশ নেয়।
এসময় ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা বেগম, বিএমএ জেলা শাখার সভাপতি ডা. মুন্সী রেজা সেকেন্দার, সাধারণ সম্পাদক ডা. রাশেদ আল মামুন, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন-অর-রশীদ, সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. শামীম কবির, সদর হাসপাতালের আরএমও ডা. মিথিলা পারভীনসহ অন্যরা বক্তব্য দেন। বক্তারা, দেশের বিভিন্ন স্থানে মন্দির ও বাড়ি-ঘরে হামলার প্রতিবাদ জানান। সেই সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান।