চুয়াডাঙ্গা স্টেশন থেকে ভারতীয় মালামাল উদ্ধার করেছে জিআরপি পুলিশ
- আপলোড টাইম : ০৫:১৩:২০ পূর্বাহ্ন, বুধবার, ২১ জুন ২০১৭
- / ৩৯৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে ভারতীয় সেনসোডাইন টুথপেস্ট, বেটনোভেট ক্রিমসহ বিভিন্ন প্রকার মালামাল উদ্ধার করেছে জিআরপি পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে স্টেশনের ১ নম্বর প্লাটফর্ম থেকে পরিত্যাক্ত অবস্থায় ওই মালামাল উদ্ধার করা হয়। গতকালই উদ্ধারকৃত ভারতীয় মালামাল রেলওয়ের পোড়াদহ থানায় হস্তান্তর করা হয়েছে।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাড়ি সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাজশাহীর উদ্দ্যেশ্যে খুলনা থেকে ছেড়ে আসা সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যা ৬টা ২০ মিনিটে চুয়াডাঙ্গা স্টেশনে পৌছায়। এসময় স্টেশনের ১ নং প্লাটফর্ম থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ উদ্ধার করে জিআরপি পুলিশ। পরে ব্যাগ থেকে ৩৬টি ভারতীয় সেনসোডাইন টুথপেস্ট, ১১টি বেটনোভেট ক্রিম, ৩টি ভিবেল সাবানসহ বিভিন্ন প্রকার ভারতীয় মালামাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৬ হাজার ৬৫০ টাকা উল্লেখ করে জব্দ তালিকা প্রণয়ন করেন ফাড়ির এএসআই আব্দুল বাতেন।
চুয়াডাঙ্গা রেলওয়ে ফাড়ির ইনচার্জ এসআই জালাল উদ্দীন জানান, গতকালই উদ্ধারকৃত মালামাল রেলওয়ের পোড়াদহ থানায় পাঠানো হয়েছে।