জেহালা ও বাড়াদী ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ ইফতার মাহফিলে হুইপ ছেলুন জোয়ার্দ্দার : জেলা জুড়ে স্মরণকালের মধ্যে সর্বোচ্চ উন্নয়ন সাধিত হয়েছে
- আপলোড টাইম : ০৬:১০:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০১৭
- / ৩৩৫ বার পড়া হয়েছে
মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার জেহালা ও বাড়াদী ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৪টায় মুন্সিগঞ্জ গার্লস স্কুল মাঠে বাড়াদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য, জাতীয় সংসদের মাননীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের আমলে সারাদেশ জুড়ে স্মরণকালের মধ্যে সর্বোচ্চ উন্নয়ন সাধিত হয়েছে। উন্নয়নের এই চলমান ধারায় আলমডাঙ্গা-চুয়াডাঙ্গায়ও রাস্তা, কালভার্ট, স্কুল, কলেজ, মাদ্রাসার উন্নয়নসহ ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নৌকার বিজয়ে দলের নেতাকর্মীকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি আরও বলেন বিএনপি নেত্রী খালেদা জিয়া এসি গাড়ি ও বাড়িতে বসে আন্দোলনের কথা বলেন। আন্দোলন কাকে বলে কতো প্রকার আওয়ামী লীগের কাছ থেকে শিখে নিন।
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ’র সহ-সভাপতি আশাদুল হক বিশ্বাস, খুস্তার জামিল, যুগ্ম-সাধারন সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, মাসুদুজ্জামান লিটু, এ্যাড. আব্দুল মালেক, জেলা আওয়ামী লীগ’র সদস্য সোনা মিয়া, হারদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলি মাস্টার, উপজেলা আওয়ামী লীগ নেতা বদরুদোজ্জা বুদো, খাদিমপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান আব্দুল হালিম মন্ডল, বাড়াদী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মকবুল হোসেন, জেহালা ইউনিয়ন আওয়ামী লীগ’র যুগ্ম-আহবায়াক হাসানুজ্জামান হান্নান, জেলা ছাত্রলীগ’র সাবেক সভাপতি রেজাউল করিম, জেলা ছাত্রলীগ সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, বাড়াদী ও জেহালা ইউনিয়ন আওয়ামী লীগ’র বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ, জেহালা ইউনিয়ন আওয়ামী যুবলীগ এর সভাপতি মঈন আলী, সাধারণ সম্পাদক শিলন হোসেন, বাড়াদী ইউনিয়ন আওয়ামী যুবলীগ সভাপতি সম্রাট ও সাধারণ সম্পাদক মোকলেসসহ বাড়াদী ও জেহালা ইউনিয়ন ছাত্রলীগ নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক হেলাল উদ্দিন।