ইপেপার । আজ বুধবার, ১৯ মার্চ ২০২৫

আলমডাঙ্গার উপজেলা শিক্ষা অফিসারের বিরুদ্ধে : অগ্নিনির্বাপক যন্ত্র ক্রয়ে দূর্নীতির অভিযোগ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৬:০৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০১৭
  • / ৩৬২ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকবর আলীর বিরুদ্ধে সেকায়েপ প্রকল্পের টাকায় স্বল্প মূল্যে অগ্নিনির্বাপক যন্ত্র কিনে বেশি দাম দেখিয়ে টাকা লুটপাটের অভিযোগ উঠেছে। তবে শিক্ষকরা নি¤œমানের এ যন্ত্র এখনও গ্রহন না করায় শিক্ষা অফিসার তাদের উপর চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ উঠেছে। এছাড়াও ৪০টি স্কুলের ক্ষুদ্র মেরামতের টাকা নাম মাত্র কাজ করে তা লুটপাট করার অভিযোগ রয়েছে।
জানা গেছে, আলমডাঙ্গার উপজেলা শিক্ষা অফিসার আকবর আলী সেকায়েপের সিলিপ প্রকল্পের টাকায় ১৩৬ টি স্কুলের জন্য অগ্নি নির্বাপক যন্ত্র ক্রয় করেন। প্রতিটি ৯শ’ টাকা দামে মোট ১৩৬টি যন্ত্র ১লাখ ৩৫ হাজার টাকায় কিনে প্রতিটি ১৫শ টাকা দাম দেখিয়েছেন। তিনি কোন শিক্ষকের মতামত না নিয়ে নিজ ক্ষমতা বলে এ যন্ত্র ক্রয় করেছেন বলে অনেক শিক্ষক অভিযোগ করেছেন। বিদ্যালয়ের শিক্ষকরা নি¤œমানের অগ্নিনির্বাপক যন্ত্র না নিতে চাইলে তাদের উপর চাপ সৃষ্টি করছে বলেও শিক্ষকরা জানিয়েছেন। এদিকে ৪০টি স্কুলের ক্ষুদ্র মেরামতের কাজ করার জন্য উপজেলা প্রকৌশলী অফিসের নকশাকার হাবিবুর রহমানের সহায়তায় প্রায় ৩ লাখ টাকা নাম মাত্র কাজ দেখিয়ে সব টাকা আত্মসাত করেছে বলে অভিযোগ উঠেছে। এবিষয়ে আলমডাঙ্গা শিক্ষা অফিসার বলেন, সেকায়েপ প্রকল্পের টাকায় স্বল্প মূল্যে অগ্নিনির্বাপক যন্ত্র আমার আগের যে উপজেলা শিক্ষা অফিসার ছিলেন কর্তৃপক্ষের নির্দেশে তিনি কিনেছিলেন আমি এ বিষয়ে কিছু জানিনা। আমি নতুন এসেছি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

আলমডাঙ্গার উপজেলা শিক্ষা অফিসারের বিরুদ্ধে : অগ্নিনির্বাপক যন্ত্র ক্রয়ে দূর্নীতির অভিযোগ

আপলোড টাইম : ০৬:০৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০১৭

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকবর আলীর বিরুদ্ধে সেকায়েপ প্রকল্পের টাকায় স্বল্প মূল্যে অগ্নিনির্বাপক যন্ত্র কিনে বেশি দাম দেখিয়ে টাকা লুটপাটের অভিযোগ উঠেছে। তবে শিক্ষকরা নি¤œমানের এ যন্ত্র এখনও গ্রহন না করায় শিক্ষা অফিসার তাদের উপর চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ উঠেছে। এছাড়াও ৪০টি স্কুলের ক্ষুদ্র মেরামতের টাকা নাম মাত্র কাজ করে তা লুটপাট করার অভিযোগ রয়েছে।
জানা গেছে, আলমডাঙ্গার উপজেলা শিক্ষা অফিসার আকবর আলী সেকায়েপের সিলিপ প্রকল্পের টাকায় ১৩৬ টি স্কুলের জন্য অগ্নি নির্বাপক যন্ত্র ক্রয় করেন। প্রতিটি ৯শ’ টাকা দামে মোট ১৩৬টি যন্ত্র ১লাখ ৩৫ হাজার টাকায় কিনে প্রতিটি ১৫শ টাকা দাম দেখিয়েছেন। তিনি কোন শিক্ষকের মতামত না নিয়ে নিজ ক্ষমতা বলে এ যন্ত্র ক্রয় করেছেন বলে অনেক শিক্ষক অভিযোগ করেছেন। বিদ্যালয়ের শিক্ষকরা নি¤œমানের অগ্নিনির্বাপক যন্ত্র না নিতে চাইলে তাদের উপর চাপ সৃষ্টি করছে বলেও শিক্ষকরা জানিয়েছেন। এদিকে ৪০টি স্কুলের ক্ষুদ্র মেরামতের কাজ করার জন্য উপজেলা প্রকৌশলী অফিসের নকশাকার হাবিবুর রহমানের সহায়তায় প্রায় ৩ লাখ টাকা নাম মাত্র কাজ দেখিয়ে সব টাকা আত্মসাত করেছে বলে অভিযোগ উঠেছে। এবিষয়ে আলমডাঙ্গা শিক্ষা অফিসার বলেন, সেকায়েপ প্রকল্পের টাকায় স্বল্প মূল্যে অগ্নিনির্বাপক যন্ত্র আমার আগের যে উপজেলা শিক্ষা অফিসার ছিলেন কর্তৃপক্ষের নির্দেশে তিনি কিনেছিলেন আমি এ বিষয়ে কিছু জানিনা। আমি নতুন এসেছি।