চুয়াডাঙ্গার সমবায় নিউ মার্কেট ব্যবসায়ী পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক : সালাউদ্দিন মিঠুর মায়ের ইন্তেকাল: ব্যবসায়ী মহলের শোক প্রকাশ
- আপলোড টাইম : ০৬:০৬:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০১৭
- / ৪৬২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদরের সরোজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কবরী রোডের মৃত হাজী গোলাম রসূলের স্ত্রী, সমবায় নিউ মার্কেট ব্যবসায়ী পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সালাউদ্দিন মিঠুর (ফিল্ম ফেয়ার) মা হাজেরা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৮২ বছর। গতকাল বিকেল সাড়ে ৩টায় তিনি কবরী রোডস্থ নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে হাজেরা বেগম ৩ ছেলে, ৫ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। সালাউদ্দিন মিঠুর মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সমবায় নিউ মার্কেট ব্যবসায়ী পরিচালনা পর্ষদের সভাপতি মাহফুজুর রহমান জোয়ার্দ্দার মিজাইল, নন্দন’র স্বত্ত্বাধিকারী সুমন পারভেজ, ব্যবসায়ী নেতা মশিউর রহমান আবু, রোকনুজ্জামান রোকনসহ নিউ মার্কেটের সকল ব্যবসায়ীরা। পারিবারিক সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকাল ৯ঘটিকায় জান্নাতুল মওলা কবরস্থানে মরহুমার নামাজে জানাযা শেষে দাফনকার্য সম্পন্ন করা হবে।