ইপেপার । আজ শুক্রবার, ২১ মার্চ ২০২৫

চুয়াডাঙ্গা গোলাপনগর-বোয়ালিয়া ব্রীজের বেহালদশা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:৫৬:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০১৭
  • / ২৯৭ বার পড়া হয়েছে

আকিমুল ইসলাম: চুয়াডাঙ্গা সদরের তিতুদহের গোলাপনগর বোয়ালিয়া খালের উপর অবস্থিত ব্রীজটির মাঝখানে ভেঙ্গে পড়ায় ২০ গ্রামের মানুষের চলাচলে দারুণ অসুবিধার সৃষ্টি হয়েছে। প্রতিদিন প্রায় ৫ হাজার মানুষ ঝুঁকি নিয়ে এই ব্রীজ দিয়ে পারাপার করছেন। তাছাড়া এই রাস্তা দিয়ে প্রতিদিন ঢাকাগামী ৩০টির অধিক কাঁচামালবাহী যান চলাচল করে। জানা গেছে গত ১বছর পূর্বে ব্রীজের ওপর ছোট্ট একটা গর্তের সৃষ্টি হয় এবং এখন তা ধীরে ধীরে পরিনত হয়েছে বড় গর্তে। এবিষয়ে ট্রাক ড্রাইভার হানিফ হাওলাদার ও নুরুল হক হাওলাদারসহ ওই এলাকার একাধিক লোক অভিযোগ করে বলেন, প্রায় বিশ বছর আগে লোহার ষ্ট্রাকচারের উপর ঢালাই পাটা দিয়ে ব্রীজটি নির্মান করা হয়। বর্তমানে ব্রীজটির লোহার ষ্ট্রাকচার পুরাতন হয়ে মরিচা পড়ে বাঁকা হয়ে গেছে এবং ব্রীজটির মধ্যস্থান ভেঙ্গে পড়েছে। ব্রীজের মাঝখানে অনেকটা গর্ত সৃষ্টি হওয়ায় জনদূর্ভোগ চরমে পৌছেছে। এতে করে স্থানীয় লোকজন ওই ভাঙ্গাস্থানে বাঁশ, গাছ ও মাটি দিয়ে ভর্তি করে ঝুঁকি নিয়ে পারাপার করলেও দিনে দিনে ব্রীজটির অবস্থা আরও নাজুক হয়ে পড়ায় যান চলাচলে ঝুঁকি বাড়ছে। ব্রীজটি দিয়ে বড়শলুয়া নিউ মডেল কলেজ, তিতুদহ সরকারী প্রাথমিক বিদ্যালয় ও তিতুদহ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ ওই এলাকার নারী, শিশু ও বৃদ্ধ ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন। ব্রীজটির মাঝামাঝি ভেঙ্গে পড়ায় ব্রীজের প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দূর্ঘটনা। ব্রীজটি দ্রুত সংস্কারের দাবী জানিয়েছেন এলাকাবাসী।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গা গোলাপনগর-বোয়ালিয়া ব্রীজের বেহালদশা

আপলোড টাইম : ০৫:৫৬:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০১৭

আকিমুল ইসলাম: চুয়াডাঙ্গা সদরের তিতুদহের গোলাপনগর বোয়ালিয়া খালের উপর অবস্থিত ব্রীজটির মাঝখানে ভেঙ্গে পড়ায় ২০ গ্রামের মানুষের চলাচলে দারুণ অসুবিধার সৃষ্টি হয়েছে। প্রতিদিন প্রায় ৫ হাজার মানুষ ঝুঁকি নিয়ে এই ব্রীজ দিয়ে পারাপার করছেন। তাছাড়া এই রাস্তা দিয়ে প্রতিদিন ঢাকাগামী ৩০টির অধিক কাঁচামালবাহী যান চলাচল করে। জানা গেছে গত ১বছর পূর্বে ব্রীজের ওপর ছোট্ট একটা গর্তের সৃষ্টি হয় এবং এখন তা ধীরে ধীরে পরিনত হয়েছে বড় গর্তে। এবিষয়ে ট্রাক ড্রাইভার হানিফ হাওলাদার ও নুরুল হক হাওলাদারসহ ওই এলাকার একাধিক লোক অভিযোগ করে বলেন, প্রায় বিশ বছর আগে লোহার ষ্ট্রাকচারের উপর ঢালাই পাটা দিয়ে ব্রীজটি নির্মান করা হয়। বর্তমানে ব্রীজটির লোহার ষ্ট্রাকচার পুরাতন হয়ে মরিচা পড়ে বাঁকা হয়ে গেছে এবং ব্রীজটির মধ্যস্থান ভেঙ্গে পড়েছে। ব্রীজের মাঝখানে অনেকটা গর্ত সৃষ্টি হওয়ায় জনদূর্ভোগ চরমে পৌছেছে। এতে করে স্থানীয় লোকজন ওই ভাঙ্গাস্থানে বাঁশ, গাছ ও মাটি দিয়ে ভর্তি করে ঝুঁকি নিয়ে পারাপার করলেও দিনে দিনে ব্রীজটির অবস্থা আরও নাজুক হয়ে পড়ায় যান চলাচলে ঝুঁকি বাড়ছে। ব্রীজটি দিয়ে বড়শলুয়া নিউ মডেল কলেজ, তিতুদহ সরকারী প্রাথমিক বিদ্যালয় ও তিতুদহ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ ওই এলাকার নারী, শিশু ও বৃদ্ধ ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন। ব্রীজটির মাঝামাঝি ভেঙ্গে পড়ায় ব্রীজের প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দূর্ঘটনা। ব্রীজটি দ্রুত সংস্কারের দাবী জানিয়েছেন এলাকাবাসী।