ইপেপার । আজ বুধবার, ২৬ মার্চ ২০২৫

মহেশপুর সীমান্তে অবৈধভাবে দেশে প্রবেশ, তিনজন আটক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৫৩:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১
  • / ৬০ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার অপরাধে তিনজনকে আটক করেছে মহেশপুরে-৫৮ বিজিবি। গতকাল সোমবার সকালে মহেশপুর সীমান্তের পার-গোপালপুর গ্রাম থেকে তাঁদের আটক করা হয়। আটকৃতরা হলেন- যশোর জেলার দিঘিরপাড় গ্রামের মৃত আকবর আলীর ছেলে আজগর আলী (৪৫), আজগর আলীর ছেলে জসিম মিয়া (২৩) ও একই জেলার বহিলাপোতা গ্রামের মৃত আ. মজিদের ছেলে মোহাম্মাদ আলী (২৪)।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা মহেশপুর সীমান্তের যাদবপুর বিওপি এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার সময় উপজেলার পার-গোপালপুর গ্রামের একটি মেহগনি বাগানের মধ্যে থেকে তাঁদের আটক করা হয়। খালিশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, পার-গোপালপুর গ্রামের একটি মেহগনি বাগান থেকে ৩ জন পুরুষকে আটক করা হয়েছে। পরে তাঁদের বিরুদ্ধে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশ প্রবেশ করার অপরাধে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। মামলা শেষে তাঁদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

মহেশপুর সীমান্তে অবৈধভাবে দেশে প্রবেশ, তিনজন আটক

আপলোড টাইম : ০৮:৫৩:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার অপরাধে তিনজনকে আটক করেছে মহেশপুরে-৫৮ বিজিবি। গতকাল সোমবার সকালে মহেশপুর সীমান্তের পার-গোপালপুর গ্রাম থেকে তাঁদের আটক করা হয়। আটকৃতরা হলেন- যশোর জেলার দিঘিরপাড় গ্রামের মৃত আকবর আলীর ছেলে আজগর আলী (৪৫), আজগর আলীর ছেলে জসিম মিয়া (২৩) ও একই জেলার বহিলাপোতা গ্রামের মৃত আ. মজিদের ছেলে মোহাম্মাদ আলী (২৪)।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা মহেশপুর সীমান্তের যাদবপুর বিওপি এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার সময় উপজেলার পার-গোপালপুর গ্রামের একটি মেহগনি বাগানের মধ্যে থেকে তাঁদের আটক করা হয়। খালিশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, পার-গোপালপুর গ্রামের একটি মেহগনি বাগান থেকে ৩ জন পুরুষকে আটক করা হয়েছে। পরে তাঁদের বিরুদ্ধে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশ প্রবেশ করার অপরাধে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। মামলা শেষে তাঁদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।