কালীগঞ্জে ১০ দিন ধরে নিখোঁজ দরিদ্র কলেজছাত্র
- আপলোড টাইম : ০৯:৪৪:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১
- / ৪৮ বার পড়া হয়েছে
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহ শহরের কাঞ্চনপুর দক্ষিণ পাড়ার ভানচালক শহিদুল ইসলামের একমাত্র ছেলে কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দীন কলেজের সম্মান শ্রেণির ছাত্র সোহাগ মিয়া ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তাঁকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একমাত্র সন্তানের খোঁজ না পেয়ে পিতা-মাতার আহাজারিতে বাতাস ভারি হয়ে উঠেছে।
তথ্য নিয়ে জানা গেছে, করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকায় গরিব পিতা-মাতার মুখে হাসি ফোটাতে কাজের সন্ধানে সোহাগ বেরিয়ে পড়েন। যেকোনো মাধ্যমে চট্টগ্রামের মেসার্স আরএমআই কর্পোরেশনে কাজ পান। যথারীতি এক মাস সেখানে কাজ করে বেতন পেয়ে ছুটি নিয়ে বাড়ি আসেন। বাবা-মায়ের হাতে বেতনের টাকা তুলে দিলে তাঁদের অশ্রু আনন্দ চোখ বেয়ে পড়ে। ছুটি শেষে সোহাগ চলে যান কর্মস্থল চট্টগামে। এরপর থেকেই সোহাগ নিখোঁজ।
সোহাগের পিতা শহিদুল ইসলাম জানান, প্রায় ১০ দিন ধরে সোহাগকে তিনি খুঁজে পাচ্ছেন না। যে ছেলে দৈনিক অন্তত দুইবার বাবা-মায়ের সাথে কথা বলতো, সেই ছেলের ফোনটিও বন্ধ। এদিকে, কর্মরত প্রতিষ্ঠান চট্টগ্রামের মেসার্স আরএমআই কর্পোরেশনে ফোন করলে তারা দায় এড়িয়ে যাচ্ছে।
পাড়া প্রতিবেশীরা জানান, খুবই গরিব ও মেধাবী ছাত্র ছিল সোহাগ। ২০১৬ সালে তিনি আল-হেরা ইসলামী ইনস্টিটিউট (মাঃ বিঃ) ঝিনাইদহ থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি এবং ২০১৮ সালে ঝিনাইদহ কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাশ করে বর্তমান কালীগঞ্জ মাহাতাবউদ্দিন কলেজে সম্মান শ্রেণিতে অধ্যয়নরত। সোহাগের পরিবার তার সন্ধান ও অক্ষত উদ্ধারের দাবি জানিয়েছে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে।